পশ্চিমবঙ্গ স্পোর্টস ডেস্কঃ- মেসি রোনাল্ডোর দ্বৈরত্ব দেখার জন্য অপেক্ষায় ছিল গোটা ফুটবল বিশ্ব। আর সবাইকে নিরাশ না করে এই বন্ধুত্বপূর্ণ ম্যাচে গোল করলেন দুই তারকাই। ম্যাচের প্রথম গোলটি করেছিলেন মেসি এবং প্রথমার্ধ শেষ হওয়ার আগেই জবাবে দুই গোল দিলেন পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনাল্ডো। এদিন নেইমার পেনাল্টি হাতছাড়া করলেও অবশেষে ৫-৪ গোলের ব্যবধানে হেরে যেতে হয় রোনাল্ডোর অল ষ্টার ইলেভেনকে।
সৌদি আরবের কিং ফাহাদ স্টেডিয়ামে ম্যাচের ম্যাচ শুরু হতেই মেসির পা থেকে বল ছিনিয়ে নেন রোনাল্ডো। কিন্তু তিন মিনিটের মাথায় পিএসজির হয়ে প্রথম গোলের মুখ খুললেন আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি। নেইমারের পা থেকে বাড়ানো বল সঠিকভাবে জালে জড়িয়ে দিলেন এলএম টেন। খেলার গতি বাড়িয়ে আক্রমণের ঝড় তুলে আনছিল পিএসজি। কিছুক্ষণ পরেই গোল করেন মার্কুইনহোস। ৪৫ মিনিটের মাথায় পেনাল্টি পায় পিএসজি। কিন্তু তৃতীয় গোলের ধাক্কা থেকে অল স্টারকে বাঁচিয়ে দিলেন গোলরক্ষক আল-ওয়াসিস।
অন্যদিকে ৩২ মিনিটের মাথায় বক্সের ভেতরে ফাউল আদায় করে নেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। সরাসরি পেনাল্টির নির্দেশ দেন রেফারি। জরাবে পেনাল্টি থেকে অল ষ্টারের হয়ে খেলায় সমতা ফিরিয়ে আনেন সিআর সেভেন। এরপর ৩৯ মিনিটের মাথায় ফাউল করে রেফারি নির্দেশে লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয় পিএসজির জোয়ান বের্নাততে। তবে খেলার প্রথমার্ধ শেষ হওয়ার আগেই গোলের ব্যবধান শোধ করে দেয় পর্তুগিজ তারকা রোনাল্ডো। দলের হয়ে দ্বিতীয় গোলটিও করেন তিনি।
কিন্তু দ্বিতীয়ার্ধে শুরু হতেই খেলায় ফিরে আসে পিএসজি। বাঁ দিক থেকে এমবাপ্পের বাড়ানো বল সরাসরি জালে জড়িয়ে দেন স্প্যানিশ তারকা সার্জিও রামস। ৩-২ গোলের ব্যবধানে এগিয়ে যায় পিএসজি। তবে ৫৬ মিনিটের মাথায় আবার খেলায় সমতা ফিরিয়ে আনে অল স্টার, দলের হয়ে গোল করলেন দক্ষিণ কোরিয়ার জ্যাং। ৩-৩ হয় খেলার ফলাফল। ৫৯ মিনিটে গোল করেন এমবাপে। দলকে ৪-৩ ব্যবধানে এগিয়ে দিয়ে নিজের উপস্থিতি বুঝিয়ে দেন ফ্রান্সের ‘গোল মেশিন’। ৬০ মিনিটের পর মাঠ থেকে বেরিয়ে যান জোড়া গোলদাতা সিআর সেভেন। ঠিক তার মিনিট দুয়েক পরেই মাঠ ছাড়েন লিওনেল মেসিও। গোল করার পর মাঠ থেকে বেরিয়ে যান এমবাপ্পেও।
৭৮ মিনিটের মাথায় নিজের দক্ষতায় মাঝ মাঠ থেকে বল নিয়ে একা গোল করেন একিটিকে। মনে হচ্ছিল এই গোলের সৌজন্যে ৫-৩ গোলের ব্যবধানে ম্যাচটি জিতে যাবে পিএসজি। কিন্তু শেষ মুহূর্তে ৯৪ মিনিটে গোল করে গোলের ব্যবধান কমান তালিসকা এবং ম্যাচের শেষে ফলাফল দাঁড়ায় ৫-৪।