পশ্চিমবঙ্গ ডিজিটাল ডেস্কঃ আগুনে ভস্মীভূত হল একশো দিনের কাজের প্রকল্পে তৈরি ফলের বাগান। গতকাল রাতে ঘটনাটি ঘটেছে বাঁকুড়া জেলার ছাতনা থানার ফপসা মেট্যালা নামের একটি এলাকায়।
এ রাজ্যে অগ্নিকাণ্ড একেবারে বিরল ঘটনা নয়। গত ডিসেম্বরেই যেমন ট্যাংরায় প্লাস্টিক কারখানায় ভয়াবহ আগুন লাগে। ফের গতকাল রাতে আগুন লাগে একটি ফলের বাগানে। স্থানীয় সূত্রে পাওয়া খবর অনুযায়ী, কয়েক বছর আগে সরকারি একশো দিনের কাজের প্রকল্পে ছাতনা থানার ফপসা মেট্যালা সড়কের পাশে পতিত জমিতে ফলের বাগান তৈরির উদ্যোগ নেওয়া হয়।
স্থানীয় গ্রাম পঞ্চায়েতই ওই উদ্যোগ নিয়েছিল। বাগানটিতে আম, ড্রাগন ফ্রুট, পেয়ারা ছাড়া-ও পরীক্ষামূলক ভাবে বেশ কিছু আপেলের চারা লাগানো হয়েছিল। উৎপাদন এখনও শুরু না হলেও গাছগুলি বেশ বড় হয়ে উঠেছিল। এর মাঝে গত কাল দুপুরে আচমকা বাগানের নিচের অংশে থাকা শুকনো ঘাসে আগুন ধরে যায়। একশো দিনের কাজের প্রকল্পের সুপারভাইজার সেই আগুন নিভিয়েও ফেলেন।
কিন্তু ফের গত কাল রাতে ওই বাগানে আগুন লেগে যায়। আগুনের লেলিহান শিখা দেখে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। খবর দেওয়া হয় দমকলেও। দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার আগেই অধিকাংশ ফলের গাছ আগুনে ঝলসে যায়। বাগানের দায়িত্বে থাকা একশো দিনের কাজের প্রকল্পের সুপারভাইজারের দাবি, বাগানে কেউ বা কারা ইচ্ছাকৃতভাবে ওই আগুন লাগিয়ে দিয়েছে।