firebriged, fire at a private hospital in Mumbai, fire
ছবিঃ সংগৃহীত

পশ্চিমবঙ্গ ডেস্কঃ গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১২ টা নাগাদ হঠাৎই মুম্বাইয়ের একটি বেসরকারি হাসপাতালে বিধ্বংসী আগুন লাগে। এখনো পর্যন্ত ওই ঘটনায় মৃত্যু হয়েছে ২ জনের।

ড্রিমস মল সানরাইজ বেসরকারি হাসপাতালে ৭০ জনেরও বেশি কভিড আক্রান্ত রোগী চিকিৎসাধীন অবস্থায় ছিলেন। দেশে আবারো করোনা আক্রান্ত হওয়ার সংখ্যা হু হু করে বেড়ে চলেছে। তবে মহারাষ্ট্র তথা মুম্বাইতে আক্রান্ত সংখ্যা বর্তমানে বেশি।

জানা গিয়েছে, বৃহস্পতিবার রাত সাড়ে ১২ টা নাগাদ হঠাৎই আগুন লাগে হাসপাতালে। হাসপাতালে ভিতরে অক্সিজেন সিলিন্ডার সহ আরো দাহ্য পদার্থ থাকার কারণে মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে সমস্ত হাসপাতাল জুড়ে।

এই ঘটনাটি ঘটেছে মুম্বাইয়ের ড্রিমস মালের অন্তর্গত একটি হাসপাতালে। সূত্রে খবর, ওই বেসরকারি হাসপাতাল টি রয়েছে ড্রিমস মল এর তিন তালায়। প্রথমেই আগুন লাগে ৩ তালায় ও ৪ তলায়। তারপরে আগুনের লেলিহান শিখা নিচতলায় ছড়িয়ে পড়ে বলে খবর।

হাসপাতালের ডাক্তার এবং কর্মীদের তৎপরতায় আগুন লাগার সাথে সাথেই ৭০ জন কোভিড আক্রান্ত রোগীকে অন্যত্র হস্তান্তর করা হয়েছে। এই অগ্নিকাণ্ডে দুজনের মৃত্যু হয়েছে বলে খবর।

এই ঘটনায় মুম্বাইয়ের মেয়র কিশোরী পেডনেকার জানিয়েছেন, “আমি এই প্রথমবার দেখলাম কোন মলের ভিতর হাসপাতাল রয়েছে। অগ্নি কান্ড খু্ব ভয়াবহ ঘটনা। আর এটা খুবই ভয়াবহ একটা ঘটনা ঘটেছে। ৭০ টি রোগীকে অন্যত্র হাসপাতলে হস্তান্তর করা হয়েছে।”

আগুন লাগার মুহূর্তের মধ্যেই দমকল বাহিনীকে খবর দেওয়া হয়। মুহূর্তের মধ্যেই ঘটনাস্থলে দমকলের ৩০ টি ইঞ্জিন উপস্থিত হয়। দমকল বাহিনীরা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এখনো পর্যন্ত আগুনের লেলিহান শিখা নিয়ন্ত্রণে আসেনি বলে খবর।তবে কিভাবে লাগলো এই বিধ্বংসী আগুন? গোটা বিষয়টি খতিয়ে দেখছে মুম্বাই পুলিশ।