লর্ডস:- দীর্ঘ ২৫ বছর পর ভেঙে গেল প্রাক্তন ভারতীয় অধিনায়ক সৌরভ গাঙ্গুলীর গড়া রেকর্ড। অভিষেক টেস্টে লর্ডসে ভারতীয় ক্রিকেটের আইকন এবং বর্তমান বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলীর করা রেকর্ড ভাঙলেন নিউজিল্যান্ডের ওপেনার ডেভেন কনওয়ে।
গতকাল, ইংল্যান্ড এবং নিউজিল্যান্ডের মধ্যে টেস্ট সিরিজের প্রথম টেস্টের প্রথম দিনের খেলা শুরু হয় ক্রিকেটের মক্কা লর্ডসে। নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন। এই সিদ্ধান্তকে তার দলের ওপেনাররা সঠিক প্রমাণিত করে দুর্দান্ত শুরু করে ইনিংসের। দলীয় ৫৮ রানের মাথায় টম ল্যাথাম আউট হলেও অন্য ওপেনার ডেভেন কনওয়ে তার অভিষেক ম্যাচেই সেঞ্চুরি হাঁকান জাতীয় দলের হয়ে।
শুধুমাত্র অভিষেক টেস্ট ম্যাচে শতরান করে থেমে থাকেননি ডেভেন কনওয়ে। এমনকি দিনের শেষে খেলা শেষ হওয়া পর্যন্ত ব্যক্তিগত ১৩৬ রানে অপরাজিত থেকে যান তিনি। তার ইনিংসে তিনি এখনো পর্যন্ত ১৬ টি বাউন্ডারি হাঁকিয়েছেন।
উল্লেখ্য, ভারতীয় ক্রিকেটের অন্যতম সেরা আইকন সৌরভ গাঙ্গুলীও লর্ডসে অভিষেক টেস্ট ম্যাচে শতরান করে নিজের আন্তর্জাতিক ক্যারিয়ারের শুরু করেছিলেন। দুর্ধর্ষ শতরানের মাধ্যমে প্রিন্স অফ ক্যালকাটা নিজের আন্তর্জাতিক ক্রিকেটের টেস্ট জীবনের শুরু করলেও, বিধি বাম তাকে থামতে হয়েছিল ১৩১ রানের মাথায়। তবে সৌরভ গাঙ্গুলীর করা এই রেকর্ড দীর্ঘ ২৫ বছর পর ভাঙলেন কিউয়ি ওপেনার ডেভেন কনওয়ে।
প্রথম দিনের শেষে নিউজিল্যান্ড তিন উইকেট হারিয়ে বোর্ডে ২৪৬ রান তুলেছে। ইংল্যান্ডের মাটিতে খুব শীগ্রই অনুষ্ঠিত হতে চলেছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল। ফাইনালে ভারতীয় দলের মুখোমুখি হবে নিউজিল্যান্ড ক্রিকেট দল। তবে রাঙ্কিং এ ভারতের স্থান এক নম্বরে থাকলেও ইংল্যান্ডের বিরুদ্ধে ভালো খেলে অনেকটা বেশি আত্মবিশ্বাস নিয়ে মাঠে নামতে চায় কিউয়ি শিবির।