পশ্চিমবঙ্গ ডিজিটাল ডেস্কঃ করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ এর প্রভাব সারা দেশে মারাত্মক রকম ভাবে পড়েছে। এমত অবস্থায় অন্যান্য রাজ্যের মত পশ্চিমবঙ্গেও করোনা ভাইরাসের শৃঙ্খল ভাঙ্গার জন্য ডাকা হয়েছে আংশিক লকডাউন। এমত অবস্থায় নবান্ন থেকে নির্দেশিকা জারি হয়েছে লকডাউনে কি কি বন্ধ রাখা হবে সে বিষয়ে।
তবে সমস্ত সিনেমা হল, শপিং মল, সুইমিং পুল, রেস্তোরাঁ, বার দোকান পাট, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে পুরোপুরি। তবে হাট এবং বাজার আংশিক খোলা থাকবে। সেক্ষেত্রে সকাল ৭ টা থেকে সকাল ১০ টা এবং দুপুর ১২ টা থেকে দুপুর ৩.৩০ অবধি খোলা থাকবে বাজার।
অন্যদিকে বার বন্ধ থাকলেও মদের দোকান খোলা রাখার নির্দেশ দিয়েছে রাজ্য সরকার। বাজার হাট খোলার নিয়মে খোলা বা বন্ধ করা যাবে মদের দোকান। আবগারি দপ্তর থেকে জানানো হয় যে, মদ যেহেতু অত্যাবশ্যকীয় পণ্যের মধ্যে পড়ে না সেক্ষেত্রে মদের দোকান শুধুমাত্র বাজার হাট খোলার সময় খোলা রাখা হবে।
অর্থাৎ সকাল ৭ টা থেকে সকাল ১০ টা এবং দুপুর ১২ টা থেকে দুপুর ৩.৩০ অবধি মদের দোকান খোলা থাকবে। এছাড়াও মদ সংগ্রহ করতে হবে সমস্ত করোনা বিধি মেনে। এছাড়াও লোকাল থানায় এই বিষয় জানানো হয়েছে এবং যাতে কোনও ভাবেই কখনও ভিড় না হয়। সেই মর্মে দোকান মালিকদেরও সতর্ক করে দেওয়া হয়েছে।