পশ্চিমবঙ্গ ডিজিটাল ডেস্কঃ- আজ ব্রিগেডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলায় পদার্পণ করলেন, সাথে ঝলমলে তারকাগণ। দীর্ঘকালীন রাজনৈতিক সময়-এ এত বড় সভা দেখা যায়নি বলে মন্তব্য মোদিজীর।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং অন্যান্য রাজনৈতিক ব্যক্তিগণ ছাড়াও আজ ব্রিগেডে উপস্থিত ছিলেন মিঠুন চক্রবর্তী, যশ দাশগুপ্ত, হিরণ চট্টোপাধ্যায়, রিমঝিম মিত্র, পায়েল সরকার এবং শ্রাবন্তী চট্টোপাধ্যায়। সবার বক্তব্য শেষে প্রধানমন্ত্রী নিজের বক্তব্য রেখে বলেন, “দীর্ঘ রাজনৈতিক জীবনে এত বড় সভা দেখিনি। হেলিকপ্টার থেকে দেখছিলাম, ময়দানে জায়গা নেই, রাস্তার লোক উপচে পড়ছে। মনে হয় না ওরা পৌঁছাতে পারবে পারবেন। এই সভা সফল করার জন্য সকলকে প্রণাম জানাই।”
২০৪৭ সালে দেশের ১০০ তম পূর্তিতে পশ্চিমবঙ্গ আবার দেশের মধ্যে শীর্ষে পৌঁছাবে। আগামী পাঁচ বছরে যে উন্নয়ন ঘটবে, তাতে পরবর্তী ২৫ বছরের ভিত শক্ত হবে। কাজেই বাংলার উন্নয়নের জন্য অবশ্যই ভেবে ভোট দিন। বাংলায় সব কিছু রয়েছে, শিল্প থেকে শুরু করে বাণিজ্য, বন্দর সবকিছু। কলকাতা হল সিটি অফ জয়। কাজেই বাংলাকে এগিয়ে নিয়ে যেতে হবে। কলকাতার সংস্কৃতিকে অক্ষুন্ন রেখে, ভবিষ্যতের প্রযুক্তির হাত ধরে উন্নয়ন নিয়ে আসার সামনে কোন প্রতিবন্ধকতা নেই। – বক্তব্য নরেন্দ্র মোদির।
তিনি আরো বলেন – আমরা শুধু ক্ষমতা বদল করতে চাই না, চাই বাংলায় উন্নয়ন আসুক। ইতিমধ্যেই পাঁচটা বছর নষ্ট হয়ে গেছে। আসল পরিবর্তন আনতে আর সময় নষ্ট করতে চাইনা। বাংলার মানুষকে মনে রাখতে হবে, কিভাবে বারংবার তাদের সাথে বিশ্বাসঘাতকতা করা হয়েছে।
মোদিজী বলেন জ্ঞান-বিজ্ঞান এবং বিভিন্নভাবে বাংলার অবদান অনেক। বাংলার মানুষ পরিবর্তনের আশা এখনো পর্যন্ত ছাড়েনি। কাজেই বাংলার মানুষ উন্নতি এবং শান্তি চায়।
মোদিজীর আরও বলেন বিজেপি আসলে বাংলার মানুষদের দুঃখ-কষ্ট ঘুচবে। ঝুপড়িবাসীরা পাবে পাকা বাড়ি। বিমানবন্দর সংলগ্ন যেসব এলাকাগুলিতে এখনো উন্নয়ন আটকে রয়েছে, সেদিকে নজর দেওয়া হবে। কলকাতা স্মার্ট সিটি প্রকল্পের আওতায় আসবে। নতুন ফ্লাইওভার তৈরি হবে। উন্নত হবে কলকাতার সঙ্গে বাংলার অন্যান্য শহরগুলিও। বাংলায় নতুন শিল্প গড়া হবে। এখানে গণতন্ত্রকে যেভাবে কোণঠাসা করে রাখা হয়েছে, তার পুনরায় নির্মাণ করবে বিজেপি।
বাংলার মানুষ দিদির উপর ভরসা করেছিল। কিন্তু তিনি এবং তার রাজনৈতিক দলের অন্যান্য ব্যক্তিরা সেই বিশ্বাস ভেঙ্গে গুড়িয়ে দিয়েছেন। মা-বোনেদের উপর অত্যাচার হয়েছে। বাংলার মানুষ তবুও হার মানেনি, বরং এখন তারা পরিবর্তন চায়। – নরেন্দ্র মোদি