mamata banerjee, didir doot app, didir suraksha kawach, TMC, west bengal, মমতা বন্দ্যোপাধ্যায়, দিদির দূত অ্যাপ, দিদির সুরক্ষা কবচ, তৃণমূল, পশ্চিমবঙ্গ
রাজ্যবাসীর সমস্যা সমাধানে এবার 'দিদির দূত' অ্যাপ! আজ থেকে শুরু 'দিদির সুরক্ষা কবচ' কর্মসূচি

পশ্চিমবঙ্গ ডিজিটাল ডেস্কঃ পঞ্চায়েত নির্বাচনের আগে এবার স্মার্টফোনের মাধ্যমে পশ্চিমবঙ্গবাসীদের সমস্ত সমস্যা সমাধানের ব্যবস্থা করেছে তৃণমূল সরকার। ডিজিটালি মানুষের কাছে পৌঁছানোর জন্য থাকবে ‘দিদির দূত’ অ্যাপ। ‘দিদির সুরক্ষা কবচ’ নামে নতুন জনসংযোগ কর্মসূচির মাধ্যমে রাজ্যের বিভিন্ন প্রান্তে অভিযান শুরু করবে ‘দিদির দূত’।

নতুন বছরের শুরু থেকেই নতুন ভাবে জনসংযোগ কর্মসূচি আরম্ভ করতে চলেছে সর্বভারতীয় তৃণমূল-কংগ্রেস৷ ‘দিদির সুরক্ষা কবচ’ নামে নতুন এই জনসংযোগ কর্মসূচিতে প্রতিটি এলাকার জনপ্রতিনিধিরা থাকবেন। সম্প্রতি নজরুল মঞ্চ থেকে এই কর্মসূচির উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলের অন্যতম নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়।

জানা গিয়েছে, আজ ১১ই জানুয়ারি অর্থাৎ বুধবার থেকেই আমাদের রাজ্যের বিভিন্ন প্রান্তে অভিযান শুরু করবে ‘দিদির দূত’। সূত্র মারফত এও জানা গিয়েছে যে, আপাতত যে রূপরেখা তৈরি হয়েছে তাতে এলাকায় বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন সেই এলাকার বিধায়করা। তারা দলীয় কর্মীদের সঙ্গে সারবেন মধ্যাহ্ন ভোজন এবং এলাকারই কোনও এক কর্মীর বাড়িতেই রাত কাটাবেন। জানুয়ারি মাসের ১১ তারিখ থেকে ফেব্রুয়ারি মাসের ২৮ তারিখ পর্যন্ত গ্রামে গ্রামে ঘুরবেন তারা।

প্রতি বুথে পাঁচজন করে কর্মী দিদির দূত হিসাবে মনোনীত হয়ে কাজ করবেন। সুত্রের খবর, ‘দিদির দূত’ অ্যাপের মাধ্যমেও কাজ করা হবে। তাই প্রতিটি বুথের মনোনীত কর্মীদের কাছে অবশ্যই থাকতে হবে একটি করে অ্যান্ড্রয়েড ফোন। প্রত্যেক ‘দিদির দূত’-এর কাছে থাকবে একটি আইপি নম্বর।

‘দিদির দূত’ অভিযানে প্রতি জেলায় রাজ্য সমন্বয়কারী থাকবেন একজন করে। তার অধীনে থাকবেন তিনজন। এই তিন জনের অধীনে জেলা সমন্বয়কারী থাকবেন ১০ থেকে ১৫ জন। এই সমন্বয়কারীদের অধীনে থাকবেন ব্লক পিছু ৫ জন। ব্লকের এই সমন্বয়কারীদের অধীনে প্রতি বুথে পাঁচজন করে থাকবেন। পশ্চিমবঙ্গের মানুষদের কাছে পৌঁছে তাদের সমস্যার সমাধান করাই এই কর্মসূচির প্রধান উদ্দেশ্য।