kisan samman nidhi, পিএম কিষান সম্মান নিধি,
ছবি - সংগৃহীত

পশ্চিমবঙ্গ ডেস্কঃ ‘পিএম কিষান সম্মন নিধি’ এটি কেন্দ্র সরকারের দ্বারা প্রচলিত একটি প্রকল্প। যার দ্বারা দেশের কৃষকরা বছরে আর্থিক ৬০০০ টাকা সহায়তা পান। কেন্দ্র সরকারের এই প্রকল্পটির ২০১৯ সালে চালু করা হয়।

দেশের বিভিন্ন রাজ্যে এই প্রকল্প চালু হলেও, পশ্চিমবঙ্গ এই প্রকল্পের থেকে বঞ্চিত ছিল। একুশের বিধানসভা নির্বাচনী প্রচারে বিজেপির তরফ থেকে জানানো হয়েছিল, রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় এলে পিএম কিষান সম্মন নিধি প্রকল্প চালু করা হবে। এছাড়াও গত তিন বছর ধরে তাদের যে প্রাপ্য টাকা জমা পড়ে আছে। সেই টাকাও তাদের ব্যাংকের একাউন্টে সরাসরি পাঠানো হবে।

আরও পড়ুনঃ দেশ কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে, আর্থিক প্যাকেজ চেয়ে কেন্দ্রের ওপর বোঝা বাড়াতে চাই না

তবে কেন্দ্র সরকারের এই প্রকল্প পশ্চিমবঙ্গে চালু না হওয়ার জন্য রাজ্যের শাসক দলকে লাগাতার আক্রমণ করতে থাকে কেন্দ্রীয় নেতারা। তবে একুশের বিধানসভা নির্বাচনে পূর্ণ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৃতীয়বার মুখ্যমন্ত্রী পদে শপথ গ্রহণ করেন। মুখ্যমন্ত্রীর চেয়ারে বসার পর কিষান সম্মান নিধি প্রকল্প চালু করার আর্জি জানান তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এরপরই রাজ্যের কৃষকরা কিষান সম্মন নিধি প্রকল্পের সঙ্গে যুক্ত হয়ে যান। এই প্রকল্পের সঙ্গে যুক্ত হওয়ার পর রাজ্যের সাত লক্ষ কৃষক ইতিমধ্যেই উপকৃত হয়েছেন।

kisan samman nidhi, পিএম কিষান সম্মান নিধি,
চিত্র- সংগৃহীত

তাদের আর্থিক অনুদান কিছুটা কম হলেও সরাসরি তাদের ব্যাংকের একাউন্টে পৌঁছে গিয়েছে ২০০০ টাকা করে। কেন্দ্র সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, এই আর্থিক অনুদান পেয়ে কিছুটা হলেও উপকৃত হয়েছেন দেশের কৃষকরা। তবে এখনো পর্যন্ত অনেক কৃষকরাই কিষান সম্মান নিধি প্রকল্পের সঙ্গে যুক্ত নন। রাজ্যের সাত লক্ষ কৃষকরা এই আর্থিক অনুদান পেলেও এখনো পর্যন্ত অনেক কৃষকদের ব্যাংক একাউন্টে টাকা পৌঁছায়নি।

রাজ্য সরকারের পক্ষ থেকে কেন্দ্রীয় সরকারকে ১৫ লক্ষ কৃষকের নথি পাঠানো হয়েছিল। তার মধ্য থেকে সাত লক্ষ কৃষক আর্থিক অনুদান পেয়েছে। যাতে করে এ রাজ্যের বাকি কৃষকরাও কিষান সম্মন নিধি প্রকল্পের সঙ্গে যুক্ত হতে পারেন। তার জন্য কেন্দ্র সরকারের পক্ষ থেকে নতুন করে আবেদন করার সময়সীমা জানিয়ে দিয়েছে। আগামী ৩০ শে জুন পর্যন্ত পিএম কিষান সম্মন নিধি প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন বাংলার কৃষক।

আরও পড়ুনঃ ‘ত্রাণ দুর্নীতি’ রুখতে রাজ্য সরকারের নয়া উদ্যোগ, শুরু হতে চলেছে ‘দুয়ারে ত্রাণ’ কর্মসূচি

যারা এখনো পর্যন্ত কিষান সম্মন নিধি প্রকল্পে নাম নথিভুক্ত করান নি। তারা আগামী ৩০ শে জুন মাসের মধ্যে নাম নথিভুক্ত করালেই। মার্চ মাসের কিস্তি সহ জুলাই মাসের কিস্তি একসঙ্গে পেয়ে যাবেন। অর্থাৎ ৪০০০ টাকা একসঙ্গে পেয়ে যাবেন। কিষান সম্মান নিধি প্রকল্পে কৃষকদের ৬০০০ টাকা আর্থিক অনুদান, বছরে তিন বার ২০০০ টাকা করে দেওয়া হয়। প্রথম কিস্তি দেওয়া হয় ৩১ শে মার্চ এবং দ্বিতীয় কিস্তি দেওয়া হয় ৩১ শে জুলাই এবং তৃতীয় কিস্তি দেওয়া হয় ৩০ শে নভেম্বর।

kisan samman nidhi, পিএম কিষান সম্মান নিধি,
ছবি – সংগৃহীত

তবে কীভাবে করবেন আবেদন ? পিএম কিষান সম্মন নিধি প্রকল্পে নাম নথিভুক্ত করার জন্য সবার প্রথমে আপনাকে পিএম কিষান সম্মান নিধি যোজনার অফিশিয়াল ওয়েবসাইট pmkisan.gov.in এ লগইন করতে হবে। কৃষকদের নাম নথিভুক্ত করার জন্য ওই ওয়েবসাইটে ফারমার্স কর্নার নামক একটি অপশন রয়েছে। সেখানে ক্লিক করে কৃষকদের নাম নথিভুক্ত করতে হবে। কৃষকদের নাম নথিভুক্ত করার জন্য আধার কার্ড, জমির রেকর্ড, ভোটার কার্ড হলেই নথিভূক্ত করাতে সক্ষম হবেন। এছাড়াও এসিস্ট্যান্ট ডাইরেক্টর অব এগ্রিকালচার মানে সরকারি কৃষি বিভাগ দপ্তরে গিয়ে ও নিজের নাম নথিভুক্ত করাতে পারবেন। তাহলে আর দেরি কিসের, ঝটপট নাম নথিভুক্ত করে ফেলুন।