dilip ghosh, BJP, corona, দিলিপ ঘোষ, করোনা, করোনা মকাবেলায় কি কি খাবেন
ছবিঃ ফেসবুক

পশ্চিমবঙ্গ ডেস্কঃ গোটা দেশজুড়ে বেড়ে চলেছে করোনা সংক্রমণ। প্রতি সেকেন্ডে ৪ জন করে করোনা আক্রান্ত হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। গোটা দেশে এক দিনে করোনা আক্রান্তের সংখ্যা ৩ লক্ষ ছাড়িয়েছে।

বঙ্গে ভোট আবহের মধ্য দিয়ে করোনার প্রভাব দেখা দিয়েছে। করোনা মোকাবেলায় কি করা উচিত তার সুদূর পরামর্শ দিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। কি কি খেলে করোনা সংক্রমনের ঝুঁকি কমতে পারে সেসব বিষয়ে জানালেন মালদহের মানুষকে।

তিনি করোনা মোকাবেলায় পাচন ফর্মুলাকে হাতিয়ার করে নিলেন। করোনা সংক্রমণ থেকে বিরত থাকতে হলে কি কি খাওয়া প্রয়োজন তা নিয়ে আলোচনা করলেন তিনি। বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, “সকালে ঘুম থেকে উঠে কাঁচা আদা, কাঁচা হলুদ ও তুলসী পাতা খেয়ে নিন।” এগুলি করোনা সংক্রমণের হাত থেকে রক্ষা পাওয়া যাবে বলে মনে করেছেন তিনি।

এমনকি তিনি আরও বলেন, “বাড়িতে থাকা পুরনো কাপড় অথবা নতুন কাপড় দিয়ে মাক্স বানিয়ে মুখে পরুন। এছাড়াও বাড়ি থেকে বাইরে বেরালে অবশ্যই মাস্ক ব্যবহার করবেন। বাইরে বেরালে বাচ্চাদেরকে অবশ্যই মাস্ক পরাবেন।” তবে করোনা মোকাবিলায় বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের মুখের মাস্ক খুঁজে পাওয়া গেল না।

বিজেপির রাজ্য সভাপতির করোনা মোকাবিলায় একাধিক পাচন ফর্মুলার মধ্য থেকে এক অন্যতম পরামর্শ দিলেন তা হলো গরম জল। দিলীপ ঘোষ বলেছেন, “করোনা মোকাবিলায় গরম জল খান। শরীরের ভেতরটা গরম, তাই গরম খেলে তাড়াতাড়ি হজম হয়। আপনি যত ঠান্ডা খাবেন, ততে শরীরের তাপ চলে যাবে, শক্তি চলে যাবে। তাই তেষ্টা পেলে স্বল্প গরম জল পান করুন। একেবারে ঠান্ডা জল পান করবেন না।”

এদিন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ নিজেকে শক্তিশালী বলে আখ্যায়িত করেছেন। তিনি বলেন, “আমি শক্তিশালী, তাই করোনা আমাকে অ্যাটাক করছে না।” এছাড়াও তিনি বলেন, “যাদের শরীর দুর্বল, তাদেরকেই করোনা আক্রমণ করবে।”