পশ্চিমবঙ্গ ডিজিটাল ডেস্কঃ- পশ্চিমবঙ্গে বিজেপির হারের ফলে বিভিন্ন নেতাদের সুর বদলের আভাস পাওয়া যাচ্ছিল অনেকদিন আগে থেকেই। এটির আসল কারণ পর্যবেক্ষণের জন্য রবিবার বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার সাথে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের একটি বৈঠক হওয়ার কথা ছিল। কিন্তু রবিবারের স্থানে সেই বৈঠকটি সোমবার অর্থাৎ আজ হওয়ার কথা।
বাংলায় নির্বাচনের আগে ও পরে রাজ্যের বিভিন্ন নেতা এবং সভাপতিদের দিল্লিতে ডাক পড়েছিল। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসেছিলেন শুভেন্দু অধিকারী। সেখানে উপস্থিত ছিলেন জে পি নাড্ডা।
পশ্চিমবঙ্গের ভোট পরবর্তী সন্ত্রাসের ব্যাপারে শুভেন্দু অধিকারী তার মতামত কেন্দ্রের কাছে আগেই জাহির করেছেন। ৩৫৬ ধারা নিয়ে বিভিন্ন আলোচনা উঠে আসে শুভেন্দু অধিকারী তরফ থেকে। কিন্তু তখন দিলীপ ঘোষ দিল্লি দরবারে পৌঁছাতে পারেননি।
দিলীপবাবুর এহেন আকস্মিক দিল্লি আবর্তন নিয়ে বিজেপির ভেতরকার প্রতিনিধিদের মনে বিভিন্ন প্রশ্নের দানা বেঁধেছে। শনিবার রাতেই তিনি দিল্লির জন্য রওনা হন। রবিবার বৈঠক হওয়ার কথা ছিল।
কিন্তু জে পি নাড্ডার ব্যস্ততার কারণে সেই বৈঠক হওয়া সম্ভব হয়নি। কাজেই দিলীপবাবুকে খানিকটা প্রতীক্ষায় রাখেন তিনি। এই প্রথম দিল্লিতে বৈঠকে বসবেন দিলীপ ঘোষ। আজ সোমবার সেই বৈঠক হওয়ার কথা।
বিজেপির বিভিন্ন নেতা এবং প্রতিনিধিদের আকস্মিক পদত্যাগ এবং দলত্যাগের কারণ বিশ্লেষণ হবে এই বৈঠকের মূল বিষয়। মূলত বাংলার ভোটের ফল প্রকাশের পর বিজেপির জনপ্রতিনিধিদের এই ধরনের আচরণ নিয়ে আলোচনা চলবে এই বৈঠকে। তাছাড়া ভোট পরবর্তী হিংসা নিয়ে আলোচনা হবে বলে জানা গিয়েছে এই বৈঠকে।