বিজেপি, দিলিপ ঘোষ, সুকান্ত মজুমদার
বিজেপির রাজ্য সভাপতির পদ থেকে সরার পর প্রথম মুখ খুললেন দিলীপ ঘোষ | ছবি - সংগৃহীত

পশ্চিমবঙ্গ ডিজিটাল ডেস্ক:- বিজেপি রাজ্য সভাপতির পদ থেকে দিলীপ ঘোষকে সরিয়ে নতুন সভাপতি করা হয়েছে সুকান্ত মজুমদারকে। তবে পদোন্নতি হয়েছে দিলীপ ঘোষের, বিজেপি রাজ্য সভাপতির পদ থেকে সরিয়ে দিলীপ ঘোষ এখন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি। কেন্দ্রীয় বিজেপির এই সিদ্ধান্তের পর প্রথম মুখ খুললেন দিলীপ ঘোষ।

এদিন মর্নিংওয়াকে বেরিয়ে দিলীপ ঘোষ সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, “এখানে এমপি আছি। সাধারণ কর্মী হিসেবে থাকব। যারা আমাকে ভাইস প্রেসিডন্ট করেছেন তারাই ঠিক করবেন দেশের কোথায় কী কাজে লাগাবেন। এত দিন সভাপতির দায়িত্ব ছিল, রাজ্যজুড়ে ঘুরে কাজ করেছি।”

মেয়াদ ফুরানোর আগেই বিজেপি রাজ্য সভাপতির পদ থেকে দিলীপ ঘোষকে সরিয়ে বিজেপির রাজ্য সভাপতি করা হয়েছে সুকান্ত মজুমদারকে। এই ঘটনার পর থেকে বঙ্গ রাজনীতির বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন মতবাদ ভেসে আসছে। তবে এই সিদ্ধান্ত দিলীপ ঘোষকে জানিয়েই হয়েছে বলে জানা গিয়েছে।

আজ সকালে বৃষ্টি হওয়ার কারণে দেরিতেই মর্নিং ওয়াকে এসেছিলেন দিলীপ ঘোষ। সেখানে তাকে দেরিতে আসা নিয়ে প্রশ্ন করায় তিনি বলেন “বৃষ্টিতে একটু দেরি হয়ে গিয়েছে। এটা আমার নিজস্ব জীবন। দল দলের মত দায়িত্ব দেয় সেই মতই কাজ করি। কিন্তু এটাতো ব্যক্তিগত জীবনের মধ্যে পড়ে।”

সূত্র অনুযায়ী জানা যাচ্ছে যে, দিলীপ ঘোষ এর মত অনুসারেই বিজেপির নতুন রাজ্য সভাপতি হয়েছেন সুকান্ত মজুমদার। কেন্দ্রীয় নেতৃত্বর এই সিদ্ধান্তে কোন বিরোধিতা না করে দলের দেওয়া নতুন দায়িত্ব কে স্বাগত জানিয়েছেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।