দিলীপ ঘোষ, বিজেপি, bjp, dilip ghosh, election commission of india
ছবিঃ সংগৃহীত

পশ্চিমবঙ্গ ডেস্কঃ বঙ্গের বিধানসভা নির্বাচনে ভোটকে কেন্দ্র করে তোলপাড় রাজ্য রাজনীতি। ভোট প্রচারে গিয়ে উস্কানি মূলক মন্তব্যের জেরে নির্বাচন কমিশনের পক্ষ থেকে দুইবার শো-কজ করা হয় তৃণমূল সুপ্রিমো মমতা বন্দপাধ্যায়কে। শেষমেষ গতকাল নির্বাচনী প্রচারে নিষেধাজ্ঞা জারি করে নির্বাচন কমিশন।

তারপরই আজ মঙ্গলবার বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে শো-কজ করেছে নির্বাচন কমিশন এবং হাবড়ার বিজেপি প্রার্থী রাহুল সিনহাকে ৪৮ ঘণ্টার জন্য নির্বাচনী প্রচারে নিষেধাজ্ঞা জারি করল কমিশন।

আজ দিলীপ ঘোষকে শো-কজ করেছে কমিশন। প্রসঙ্গত, একটি সভাতে তিনি উস্কানিমূলক মন্তব্য করেছেন বলে জানিয়েছে কমিশন। আগামী ২৪ ঘন্টার মধ্যে জবাব দিতে বলা হয়েছে দিলীপ ঘোষকে।

প্রসঙ্গত, শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিতে ৪ জনের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে নির্বাচনী প্রচারে তিনি বক্তব্য রেখেছিলেন। তিনি বলেছিলেন, “ভয় দেখিয়ে রাজনীতি করার দিন চলে গিয়েছে। ভয় উপেক্ষা করে মানুষ ভোট দিচ্ছেন। ১৭ তারিখ সকালে লাইনে দাঁড়িয়ে ভোট দিন। বুথে বুথে কেন্দ্রীয় বাহিনী মজুদ থাকবে। কেউ লাল চোখ দেখাতে পারবে না। আমরা আছি। আর যদি বাড়াবাড়ি করে। শীতলকুচিতে দেখেছেন তো কি হয়েছে। জাগায় জাগায় শীতলকুচি তৈরি হবে।”

দিলিপ ঘোষ, বিজেপি, bjp, dilip ghosh, election commission of india, dilip ghosh notice
ছবিঃ সংগৃহীত

এছাড়াও তিনি আরও বলেছিলেন শীতলকুচিতে যারা মারা গিয়েছে তারা “দুষ্টু ছেলে”। তিনি বলেছিলেন, “কেন্দ্রীয় বাহিনীর গুলিতে যারা মারা গিয়েছে তারা দুষ্টু ছেলে।” এই দুষ্টু ছেলেরা বাংলায় থাকবে না। সবে তো শুরু হয়েছে। যারা ভাবছে কেন্দ্রীয় বাহিনীর বন্দুকটা দেখানোর জন্য নিয়ে এসেছে। তারা বুঝে গিয়েছে ওই গুলির গরম কেমন। সারা বাংলায় এটা হবে।”

পঞ্চম দফা ভোটের আগেই শো-কজ বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের। এমন উস্কানি মূলক মন্তব্যের ব্যাখ্যা দিতে হবে নির্বাচন কমিশনের কাছে আগামী ২৪ ঘন্টার মধ্যে। আগামীকাল বুধবার সকাল ১০ টার মধ্যেই দিলীপ ঘোষকে শো-কজের উত্তর দিতে হবে বলে জানানো হয়েছে নির্বাচন কমিশনের তরফ থেকে। নইলে কঠোর পদক্ষেপ নিতে বাদ্ধ হবে নির্বাচন কমিশন।