পশ্চিমবঙ্গ ডিজিটাল ডেস্কঃ- বলি ইন্ডাস্ট্রির অন্যতম জনপ্রিয় সুন্দরী নায়িকা হলেন দিশা পাটানি (Disha Patani)। যার সৌন্দর্য সহ অভিনয় নজর কাড়ে দর্শকদের। তবে সোশ্যাল মিডিয়ায় আগে টাইগার শ্রফের সাথে এই অভিনেত্রীর সম্পর্ক নিয়ে বেশ চর্চা চলেছিল। তবে সেসব এখন অতীত। সম্প্রতি এক অন্য সম্পর্কে মজেছেন এই অভিনেত্রী। যা নিয়ে তুমুল তোলপাড় চলছে নেটদুনিয়ায়। তবে নতুন করে কার প্রেমে পড়লেন এই অভিনেত্রী ? চলুন বিস্তারিত ভাবে নেওয়া যাক।
ভারতীয় চলচ্চিত্রের সুন্দরী অভিনেত্রীদের মধ্যে অন্যতম অভিনেত্রী হলেন দিশা পাটানি। অভিনয়ের পাশাপাশি তিনি মডেলিং এর সাথেও যুক্ত। অতীতে এই অভিনেত্রীর সাথে টাইগার শ্রফের বেশ ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। তবে বর্তমানে সেই সম্পর্ক আর চোখে পড়ে না নেটজনতার। তবে সাম্প্রতিক সময়ে আবার নতুন করে প্রেমে পড়েছেন অভিনেত্রী দিশা পাটানি। তার সাথে ঘনিষ্ঠভাবে ছবিও পোস্ট হচ্ছে নেটদুনিয়ায়। আর সেই ছবি দেখেই এই অভিনেত্রীর প্রেম নিয়ে সোশ্যাল মিডিয়া চলছে তুমুল আলোচনা।
সোশ্যাল মিডিয়ায় গুঞ্জন শোনা যাচ্ছে যে, দিশা প্রেমে মজেছেন মডেল অ্যালেকজান্ডারের। দিশা এবং অ্যালেকজান্ডারকে সোশ্যাল মিডিয়ায় বেশ ঘনিষ্ঠভাবে ছবি পোস্ট করতেও দেখা যাচ্ছে। এছাড়া দিওয়ালি সেলিব্রেশন করতেও দেখা গেছে এই জুটিকে একসাথে।
View this post on Instagram
এছাড়া মাঝেমধ্যেই তারা ডিনার ডেটের ছবিও পোস্ট করছেন ইন্টারনেটে। এর পাশাপাশি একসাথে রিলও বানাতে দেখা যাচ্ছে দিশা-অদিশা-অ্যালেকজান্ডারকে। সাম্প্রতিক সময়ে নেটদুনিয়ায় ভাইরাল হয়েছে দিশা-অ্যালেকজান্ডারের এক ঘনিষ্ঠ ছবি। যেখানে দুজনকে দেখা যাচ্ছে কালো রঙের পোশাকে।
তবে এই ছবির এক বিষয় নজর কেড়েছে দর্শকদের। এই ছবিতে কমেন্ট করতে দেখা গেছে দিশা পাটানির প্রাক্তন প্রেমিক টাইগার শ্রফ-এর দিদি কৃষ্ণা শ্রফকে। তিনি এই ছবিতে মন্তব্য করেছেন, “এই ছবিটা দেখে তাঁরা কী লিখবেন তা দেখার জন্যে আমি অপেক্ষা করতে পারছি না।” অন্যদিকে, দিশা পাটানির ভক্তরা এই ঘনিষ্ঠ ছবি দেখে বেশ মুগ্ধ। তবে নেটদুনিয়ায় আলোচিত দিশা-অ্যালেকজান্ডারের এই প্রেম গুঞ্জন কতটা সত্যি তার প্রমাণ দেবে ভবিষ্যতই।