
পশ্চিমবঙ্গ স্পোর্টস ডেস্কঃ- ভারতের বাংলাদেশ সফরের প্রথম টেস্টের দ্বিতীয় দিনে প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়ল বাংলাদেশ। ভারতীয় বোলিংয়ের সামনে পিচে দাঁড়াতেই পারলো না বাংলাদেশী ব্যাটসম্যানরা। দ্বিতীয় দিনের শেষে বাংলাদেশের ৮ উইকেট হারিয়ে ১৩৩ রান করে। ফল অন কাটাতে এখনো বাংলাদেশের প্রয়োজন ৭১ রান। ভারত প্রথম ইনিংসে শেষ হয় ৪০৪ রানে।
বাংলাদেশের হয়ে প্রথম ইনিংসের শুরুতেই প্রথম বলেই আউট হয়ে ফিরে যান নাজমুল হোসেন শান্ত। সঙ্গে সঙ্গে ইয়াসির রাব্বির উইকেটও হারায় তারা। ২ উইকেট হারানোর পর বাংলাদেশের ইনিংস সামাল দিতে আসেন লিটন দাস। তবে বড় রান গড়তে ব্যর্থ হন এই বাংলাদেশী তারকা ব্যাটসম্যান। ৩০ বলে ২৪ রান করে মোহাম্মদ সিরাজের বলে বোল্ড হয় সাজঘরে ফিরে যান লিটন দাস।
টপ অর্ডারের ব্যর্থতার ফলে মাঠে নামতে হয় বাংলাদেশি অধিনায়ক সাকিব আল হাসানকে। বড় ইনিংস গড়তে ব্যর্থ হন তিনিও। ১০২ রান এর মধ্যে ৮ উইকেট হারানোর পর বিকেলের শেষ দিকে কোনরকমে ইনিংস সামাল দিলেন মেহেদী হাসান মিরাজ এবং এবাদত হোসেন। দিনের শেষে বাংলাদেশের রান দাঁড়ায় ৮ উইকেট হারিয়ে ১৩৩। ফল অন বাঁচাতে এখনও তাদের প্রয়োজন ৭১ রান।
প্রায় দু বছর বাদে ভারতের হয়ে আন্তর্জাতিক টেস্ট ম্যাচ খেলতে নেমে শুরুটা ভালই করল কুলদীপ যাদব। বল হাতে কামাল করলেন এই চায়নাম্যান লেগ স্পিনার। দ্বিতীয় দিনের শেষে মোট ৪ উইকেট নিয়েছেন তিনি। ৩ উইকেট পান পেসার মোহাম্মদ সিরাজ। তৃতীয় দিনে শুরুতে এবাদত ১৩ রানে এবং মিরাজ ১৬ রানে শুরু করবেন বাংলাদেশের ইনিংস।