ইয়াস, ঘূর্ণিঝড়, হেল্পলাইন নম্বর, ঘূর্ণিঝড় ইয়াস, মমতা বন্দ্যোপাধ্যায়, yaas helpline number
ছবি - সংগৃহীত

Cyclone Yaas: আর কিছুক্ষণের মধ্যে আছড়ে পড়তে চলেছে ঘূর্ণিঝড় ইয়াস। ইতিমধ্যেই এই ঘূর্ণিঝড় ‘ইয়াস’ বঙ্গোপসাগরে ঘন্টায় ১৮০ কিলোমিটার এর গতিবেগ সঞ্চয় করতে সক্ষম হয়েছে। এই ঘূর্ণিঝড়ের অভিমুখ উড়িষ্যার দিকে ধীরে ধীরে সরে যাচ্ছে কিন্তু দক্ষিণবঙ্গ জুড়ে এর প্রভাব থাকবে প্রায় সমস্ত জেলায়। তাই পরিস্থিতি মোকাবিলার জন্য প্রত্যেক জেলায় চালু করা হয়েছে হেল্পলাইন নম্বর।

আবহাওয়া দপ্তর এর তরফ থেকে জানানো হয়েছে যে, উড়িষ্যার চাঁদবালি ও ধামারা বন্দরের কাছে ল্যান্ডফল হতে পারে এই ঘূর্ণিঝড়ের। তবে বাংলায় এর সবথেকে বেশি প্রভাব দেখা যাবে পূর্ব ও পশ্চিম মেদিনীপুরের সাথে দক্ষিণ ২৪ পরগনা জেলায়। তবে দক্ষিণ বঙ্গের সমস্ত জেলায় এই ঘূর্ণিঝড়ের প্রভাবে বিক্ষিপ্তভাবে অতি ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। কলকাতাতেও ঘূর্ণিঝড়ের প্রভাবে হবে বর্ষা।

ঘূর্ণিঝড়ের জন্য আগাম প্রস্তুতি নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেনাবাহিনী থেকে শুরু করে নৌবাহিনী এর সাথে সাথে এনডিআরএফ, এসডিআরএফ এবং রাজ্যের তরফ থেকেও বিভিন্ন রকম প্রতিনিধিদল এই ঘূর্ণিঝড়ের ক্ষয়ক্ষতির ওপর কড়া নজর রেখেছেন।

এছাড়াও সাধারণ মানুষের জন্য চালু করা হয়েছে হেল্পলাইন নম্বর। ঘূর্ণিঝড়ের আগমনে এই ফোন নাম্বার গুলি রাজ্যের নাগরিকদের কাছে থাকা আবশ্যক।

দেখে নিন বিভিন্ন জেলার হেল্পলাইন নম্বর ( Yaas Helpline Number )

  1. উত্তর ২৪ পরগনা: ৯০৭৩৯৩৬৮২৩/ ৯০৭৩৯৪০০৩৯
  2. দক্ষিণ ২৪ পরগনা: ০৩৩-২২১৪-৩৫২৬/ ০৩৩-২৪৪৮-৮০৫২/ ০৩৩-২৪৪৮-৮০৫১
  3. পূর্ব মেদিনীপুর: ০৩২২৮২৬২৭২৮ / ৯০৭৩৯৩৯৮০৪
  4. পশ্চিম মেদিনীপুর: ৬২৯৬০৬০৬৯৯ / ০৩২২২২৬৭৯৮৩
  5. হাওড়া: ০৩৩-২৬৪১-৩৩৯৩/৯৪৩৩৯৩১৯৩২
  6. কলকাতা: ৮৯০০৭-৯৩৫০৩/৮৯০০৭-৯৩৫০৪
  7. ঝাড়গ্রাম: ০৩২২১-২৫৮২২৮/০৩২২১-২৫৭৯৫
  8. পুরুলিয়া:৭৩৬৩০৯০৮০৬/ ৮৩৭৩৮০৮৭০৪/ ৮৯০০৭৯৩৫০৩/ ৮৯০০৭৯৩৫০৪/ ১৯১২১/ ১৮০০৩৪৫৩২১২
  9. হুগলি: ০৩৩-২৬৮১-২৬৫২
  10. বাঁকুড়া: ০৩২৪২-২৫৭০২০/০৩২৪২-২৫৭০১০