পশ্চিমবঙ্গ ডিজিটাল ডেস্কঃ– আবার একবার নতুন এক ফিচার্স নিয়ে হাজির হতে চলেছে ট্রাই। এবার থেকে নম্বর সেভ না করা থাকলেও দেখতে পারবেন, কে ফোন করেছে আপনাকে। হ্যাঁ এটাই সত্য। এমনই ফিচার্স শুরু করতে নতুন এক উদ্যোগ গ্রহণ করতে চলেছে টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া (Telecom Regulatory Authority of India) বা ট্রাই (TRAI) ।
কিন্তু কীভাবে দেখতে পারবেন কে ফোন করেছে? টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়ার পরিকল্পনা অনুযায়ী একটি সিম নেওয়ার সময় গ্রাহকরা টেলিকম অপারেটরদের কাছে যে কেওয়াইসি ফর্ম ফিলাপ করে, তার ভিত্তিতেই এই পরিকল্পনার কার্যকরী করার সিদ্ধান্ত নিয়েছে তারা। টেলিকম অপারেটর এর পক্ষ থেকে এই সিদ্ধান্তটি নেয়ার ফলে আপনি নিজের ফোনের স্ক্রিনে দেখতে পারবেন টেলিকম রেগুলেটারের কাছে নথিভূক্ত থাকা গ্রাহকের নাম।
তবে বিশেষজ্ঞরা মনে করছে টেলিকম রেগুলেটরির নেওয়া এই সিদ্ধান্তে অনেক সমস্যার সমাধান হতে পারে। টেলিকম রেগুলেটরির নেওয়া এই সিদ্ধান্তের ফলে আপনি খুব সহজেই আপনার গুরুত্ব অনুযায়ী ফোন রিসিভ করতে পারবেন। এছাড়াও আপনার যদি কোন গুরুত্বপূর্ণ কাজে আছেন এবং ঠাট্টার ছলে কেউ আপনাকে বারবার কল করে বিরক্ত করে তাহলে আপনি বুঝতে পারবেন যে কেউ আপনাকে বিরক্ত করার চেষ্টা করছে। আপনাকে কেউ অতি সহজে ঠকাতে পারবে না।
টেলিকম সংস্থার এহেন সিদ্ধান্তকে নিয়ে অনেকেই মনে করছেন তারা ব্যক্তিগত অধিকারে হস্তক্ষেপ করছে। কিন্তু ভারতের টেলিকম অপারেটর নিয়ন্ত্রক সংস্থা (TRAI) এই বিষয়ে কোনরকম গুরুত্ব দিচ্ছেন না ।