aadhaar card, PAN card, aadhaar card and PAN card link, আধার কার্ড, প্যান কার্ড, আধার কার্ড এবং প্যান কার্ডের লিংক
আধার কার্ড এবং প্যান কার্ডের কি ভুল লিঙ্ক হয়ছে? আজই করুন ডিলিঙ্ক, নইলে পড়বেন বিপদে

পশ্চিমবঙ্গ ডিজিটাল ডেস্কঃ ইদানিং কালে ভারতীয় নাগরিক হিসেবে পরিচয় পত্রের ক্ষেত্রে আধার কার্ড এবং প্যান কার্ড একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। সরকারি নির্দেশ অনুযায়ী, এই দুই কার্ডের লিঙ্ক করাটা বাধ্যতামূলক। লিঙ্ক করার সময়সীমা ৩১শে মার্চ থেকে বাড়িয়ে ৩০শে জুন অবধি করা হয়েছে। তবে সম্প্রতি টুইটারে কিছু মানুষ টুইট করে জানিয়েছেন, আধার কার্ড এবং প্যান কার্ডের লিঙ্ক করা সম্ভব হচ্ছে না। এই প্রক্রিয়া বারবার চেষ্টার ফলেও ব্যাহত হচ্ছেন তারা।

সূত্রের খবর, একাধিক মানুষ এই সমস্যার সম্মুখীন হচ্ছেন। অধিক সংখ্যক মানুষের দাবি, তাদের আধার কার্ডটি ভুল প্যান নাম্বারের সাথে লিঙ্ক হয়ে যাচ্ছে। ফলে প্রক্রিয়াটি সঠিকভাবে সম্পন্ন হতে পারছে না। অথচ সরকারের নির্দেশ অনুযায়ী, আধার কার্ড এবং প্যান কার্ডের লিঙ্ক না করলে নানান অর্থনৈতিক সমস্যার মধ্যে পড়তে পারেন সাধারণ জনতা। আবার এই দুই পরিচয় পত্রের সংযোগ করাতে না পারলে পরিচয় পত্রটির বৈধতা চলে যাবে। তবে দেখে নিন কিভাবে এই সমস্যা থেকে মুক্তি পাবেন –

প্রথমে আধার কার্ডের সঙ্গে যে ভুল প্যান নাম্বারের লিঙ্ক করা হয়ে গিয়েছে, সেটিকে ডিলিঙ্ক করতে হবে। ডিলিঙ্ক করার জন্য একটি অভিযোগ পত্রের কপির প্রয়োজন পড়বে। এছাড়াও আধার কার্ড এবং প্যান কার্ডের কপি, পোস্টাল ঠিকানার নথি এবং একটি অ্যাক্টিভ ইমেল আইডি লাগবে। এরপর আধার কার্ডের সাথে প্যান কার্ডের ডিলিঙ্কের জন্য একটি আবেদন করতে হবে JAO (জুরিসডিকশনাল অ্যাসেসিং অফিসার)-এর কাছে।

আসুন দেখে নেওয়া যাক ডিলিঙ্ক পদ্ধতিটির প্রক্রিয়াঃ

  • যদি অবৈধ অথবা বাতিল হয়ে যাওয়া প্যানকার্ডের সাথে আধার কার্ডের লিঙ্ক হয়ে যায়, তবে প্রথমেই ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের একটি নির্দিষ্ট অ্যাপের মাধ্যমে নিজের প্যান কার্ডের সমস্ত তথ্য যাচাই করে নিতে হবে। যদি কোনরকম অসংগতি চোখে পড়ে তবে সেটিকে ডিলিঙ্ক করার জন্য প্রয়োজনীয় তথ্যগুলি ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টে জমা দিতে হবে।
  • একই প্যান কার্ডের নাম্বার যদি একাধিক মানুষের কাছে থাকে, তবে প্যান সার্ভিস প্রোভাইডারের কাছে নিজের প্যান কার্ড সম্পর্কিত সমস্ত তথ্য যাচাই করতে হবে। ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের কাছে নিজের সমস্ত প্রকারের তথ্য জমা দিতে হবে এবং অনুরোধ করতে হবে একই প্যান নাম্বারের একাধিক মানুষদের এই সম্পর্কে অবগত করার কথা। প্রক্রিয়াটি সুষ্ঠুভাবে সম্পাদিত হওয়ার পর প্রত্যেক ব্যক্তি নতুন প্যান কার্ড হাতে পাবেন।
  • এক ব্যক্তির প্যান কার্ডের সঙ্গে যদি অন্য কোন ব্যক্তির আধার কার্ডের লিঙ্ক হয়ে যায়, তবে প্যান সার্ভিস প্রোভাইডারের কাছে এই সমস্যার কথা অতি শীঘ্রই জানানো প্রয়োজন। এরপর ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের অ্যাপ্লিকেশনের মাধ্যমে অডিট লগ সম্পর্কে তথ্য বার করতে হবে। ভুল লিঙ্কটি খুঁজে বার করতে হবে। এরপর ডিলিঙ্ক করার প্রয়োজন পড়লে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টে নিজের সমস্ত রকম তথ্য জমা করতে হবে।

কাদের এবং কখন ডিলিঙ্ক করার প্রয়োজন রয়েছেঃ

  • কোন ব্যক্তি যদি একাধিক প্যান কার্ড ব্যবহার করে থাকেন এবং প্যান নাম্বারটি অন্য ব্যক্তির কাছে থাকে, সেক্ষেত্রে যেকোনো বড় সমস্যার সৃষ্টি হতে পারে।
  • বিভিন্ন ব্যক্তির কাছে অনেক সময় জাল প্যান কার্ড চলে আসে। এক্ষেত্রে তাদের আধার কার্ডের সাথে প্যান কার্ডের লিঙ্ক করার ফলে নানান সমস্যার মুখে পড়ে যান তারা। কাজেই এই ধরনের বড় জটিলতা এড়াতে শীঘ্রই সমস্যার সমাধান প্রয়োজন।
  • আধার এবং প্যান কার্ডের লিঙ্ক করার পর আপনার প্যান কার্ড যদি অন্য কেউ ব্যবহার করে থাকে অথবা প্যান কার্ডের নাম্বার অন্য কারো কাছে উপস্থিত থাকে, তবে অবশ্যই ডিলিঙ্ক করার প্রয়োজন আছে। নয়তো বড়সড়ো আর্থিক বা প্রতারণার মুখে পড়তে পারেন।
  • প্রযুক্তিগত সমস্যার কারণে আধার কার্ড এবং প্যান কার্ডের লিঙ্ক ঠিকঠাক ভাবে না হলে সেক্ষেত্রে পরবর্তী পদক্ষেপ নিতে হবে।
  • সরকারি মতে যেহেতু আধার কার্ড এবং প্যান কার্ডের লিঙ্ক করাটা বাধ্যতামূলক করা হয়েছে। সেক্ষেত্রে একাধিক সংখ্যক মানুষ এই প্রক্রিয়া সম্পন্ন করতে মরিয়া। তাই অনেক সময় ভুল লিঙ্কের সমস্যা দেখতে পাওয়া যায়। কোন ব্যক্তি এই ধরনের সমস্যার শিকার হলে অতি শীঘ্র ডিলিঙ্ক করার প্রয়োজন রয়েছে।