পশ্চিমবঙ্গ ডেস্কঃ সকাল হতেই মেঘমুক্ত পরিষ্কার আকাশের দেখা মিলেছে বঙ্গে। দীপাবলির আনন্দ কাটিয়ে উঠতে না উঠতেই বঙ্গে নেমেছে তাপমাত্রার পারদ। ইতিমধ্যেই বঙ্গে দাপট দেখাতে শুরু করেছে উত্তরে হাওয়া। যার কারণেই সকালের দিকে বেশ ঠান্ডা অনুভব করছে বাংলার মানুষ। তবে কবে থেকে জাঁকিয়ে শীত বঙ্গে?
আজ মঙ্গলবার, আবহাওয়াবিদরা জানিয়েছেন, নভেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহের আগে শীতের দেখা মিলবে না বঙ্গে। তবে পাহাড়ি অঞ্চলে অনেকটাই তাপমাত্রার পারদ নেমেছে। পাশাপাশি দক্ষিণবঙ্গের একাধিক জেলায় তাপমাত্রার পারদ নামলেও জাঁকিয়ে শীত কবে থেকে, সে বিষয়ে এখনো কোনো রকম পূর্বাভাস দেয়নি মৌসম ভবন। তবে বাংলার আবহাওয়ার বেশ পরিবর্তন ঘটেছে অক্টোবরের শেষ সপ্তাহে। অক্টোবরের শেষ সপ্তাহের শেষ শনিবার বাংলার সবচেয়ে শীতলতম দিন ছিল। তবে বঙ্গে জাঁকিয়ে শীত কবে থেকে? সেদিকেই তাকিয়ে শীত প্রিয় মানুষরা।
আজকের (Today Weather) আবহাওয়াঃ
আজ শহরতলীর সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩২ ডিগ্রি সেলসিয়াস এর আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৩ ডিগ্রি সেলসিয়াস এর আশেপাশে। বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ থাকবে ৫৬ শতাংশ। গতকালের তুলনায় আজ কলকাতা শহরের সর্বোচ্চ তাপমাত্রা ২ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেয়েছে। পাশাপাশি আজ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আংশিক মেঘলা আকাশের দেখা মিলবে।
উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের আবহাওয়াঃ
আজ আলিপুর আবহাওয়া দপ্তরের দেওয়া রিপোর্ট অনুযায়ী, আজ উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের কোন জেলাতেই বৃষ্টির পূর্বাভাস নেই। তবে আংশিক মেঘলা আকাশ থাকতে পারে কলকাতা সংলগ্ন এলাকাগুলিতে। ইতিমধ্যেই শীতের পরশ পেয়েছে পাহাড়ি অঞ্চলের মানুষ। তবে তাপমাত্রার পারদ কিছুটা কমলেও, এখনো পর্যন্ত শীতের দেখা মেলেনি দক্ষিণবঙ্গে। তবে চলতি মাসের দ্বিতীয় সপ্তাহ নাগাদ শীতের আগমন ঘটতে পারে, বলে জানাচ্ছেন আবহাওয়াবিদরা।