duare ration, দুয়ারে রেশন
Duare Ration: আগামী ১৫ ই সেপ্টেম্বর থেকে রাজ্যে শুরু হচ্ছে দুয়ারে রেশন, জানুন বিস্তারিত | ছবি - সংগৃহীত

পশ্চিমবঙ্গ ডিজিটাল ডেস্কঃ- আগামী ১৫ ই সেপ্টেম্বর থেকে রাজ্যে দুয়ারে রেশন প্রকল্প চালু করার ঘোষণা করলো খাদ্য দপ্তর। শুরুতেই প্রত্যেকটি জেলার ৫ থেকে ১৫ শতাংশ গ্রাহকের রেশন বাড়ি পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবে রেশন ডিলাররা। আপাতত পরীক্ষামূলকভাবেই শুরু হতে চলেছে এই প্রকল্প।

খাদ্য দপ্তর এর তরফ থেকে জানা গিয়েছে যে, আপাতত রেশন ডিলারদের মাধ্যমে শুরু করা হচ্ছে এই পরীক্ষামূলক ব্যবস্থা। এর জন্য রেশন ডিলারদের রাজ্য সরকার সর্বোচ্চ ১ লক্ষ টাকা গাড়ি কেনার ভর্তুকি দেবে। খাদ্য দপ্তর এর তরফ থেকে রেশন ডিলারদের নির্দেশ দেওয়া হয়েছে যে বাড়ি বাড়ি গিয়ে ই পস (E-POS) দিয়ে রেশন দিতে হবে।

রাজ্য সরকার প্রথমত পরীক্ষামূলকভাবেই এই প্রকল্প চালু করে জেনে নিতে চাইছে সাধারণ মানুষের মতামত। এর আগে পূর্ব নির্ধারিত ছিল ১ লা সেপ্টেম্বর থেকেই শুরু হবে দুয়ারে রেশনের পরীক্ষামূলক সূচনা।

কিন্তু পরিকাঠামোগত অভাব থাকার কারণে নির্দিষ্ট দিনের থেকে ১৫ দিন পিছিয়ে গিয়ে আগামী ১৫ ই সেপ্টেম্বর থেকে পরীক্ষামূলক ভাবে শুরু হতে চলেছে দুয়ারে রেশন প্রকল্প।

খাদ্য দপ্তর এর তরফ থেকে জানা গিয়েছে যে আগামী নভেম্বর মাসের শেষে প্রত্যেকটি জেলার ৬০ থেকে ৮০ শতাংশ বাড়িতে রেশন পৌঁছে দেওয়ার চেষ্টা করবে তারা। তবে এই পরিকল্পনা কিভাবে সম্ভব হবে তার সিদ্ধান্ত দুয়ারে রেশন প্রকল্পের পরীক্ষামূলক অধ্যায় শেষ হলেই সিদ্ধান্ত নেবে খাদ্য দপ্তর।