পশ্চিমবঙ্গ ডিজিটাল ডেস্কঃ- রাজস্থানের বাড়মের জেলায় একটি মর্মান্তিক ঘটনায় বাবার শেষকৃত্য করার সময় চিতায় ঝাঁপ দিল খোদ তার মেয়ে। পুলিশের তরফ থেকে জানা গিয়েছে মেয়েটির বাবা করোনা ভাইরাসের সংক্রমিত হয়ে মারা গিয়েছেন।
রাজস্থানের বাড়মের জেলায় দামোদরদাস সারদা নামক এক ব্যক্তি করোনা আক্রান্ত হয়ে মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৩। স্থানীয় লোকজনের কথায় জানা গিয়েছে যখন ওই ব্যক্তির শেষকৃত্যের কাজ করা হচ্ছিল, তখন হঠাৎ তার ছোট মেয়ে চন্দ্র সারদা বাবার চিতায় ঝাঁপিয়ে পড়েন। কয়েকজন মিলে তাকে টেনে সেখান থেকে বার করলে দেখা যায় তার শরীরের ৭০ শতাংশ ইতিমধ্যেই পুড়ে গিয়েছে।
পিটিআই সূত্রে জানা গিয়েছে, সঙ্গে সঙ্গে তাকে কাছের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু পরে তাকে চিকিৎসার জন্য স্থানান্তর করা হয়েছে যোধপুরের একটি হাসপাতালে।
রাজস্থানের কোতোয়ালি থানার স্টেশন অফিসার প্রেম প্রকাশ জানিয়েছেন “দামোদরদাস সারদার তিন মেয়ে ছিল। তার স্ত্রী কিছুদিন আগে মারা গিয়েছিলেন। তার তিন কন্যার মধ্যে কনিষ্ঠ কন্যা তার বাবা চিতাতে ঝাঁপ দিয়েছে।” এমনকি পুলিশ সূত্রে জানা গিয়েছে যে, ছোট মেয়ে শ্মশানে যাওয়ার জন্য সবার উপরে জোর দিয়েছিল।
পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, গত রবিবার দামোদরদাস সারদাকে জেলা হাসপাতালে ভর্তি করা হয় এবং সেখানে তাকে করোনা পজিটিভ হিসেবে চিহ্নিত করা হয়। মঙ্গলবার এই হাসপাতালে মৃত্যু হয় তার। এখন তার ছোট মেয়ে রাজস্থানের যোধপুরে একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।