weather, আবহাওয়া, today weather, আজকের আবহাওয়া
ছবি - সংগৃহীত

পশ্চিমবঙ্গ ডেস্কঃ বঙ্গোপসাগরের উপর সৃষ্ট নিম্নচাপের জেরে বিগত কয়েকদিন ধরে বঙ্গে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি হয়ে চলেছে। তবে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী গতকাল অর্থাৎ রবিবার থেকে তাপমাত্রার কিছুটা উন্নতি ঘটতে শুরু করেছে।

গত শনিবার আবহাওয়াবিদরা জানিয়েছিলেন দক্ষিণ বাংলাদেশ সীমান্তের ওপারে সৃষ্ট নিম্নচাপ ধীরে ধীরে বিহারের দিকে এগিয়ে যাচ্ছে। যার কারণে রবিবার থেকে বেড়েছে তাপমাত্রার পারদ। আবহাওয়াবিদদের কথামতোই রবিবার থেকে আবহাওয়ার উন্নতি ঘটেছে।

আবহাওয়াবিদরা জানাচ্ছেন, আবহাওয়ার তারতম্য জনিত কারনে রাজ্যের বিভিন্ন স্থানে বিভিন্ন রকম আবহাওয়া বিরাজ করে। তবে বর্তমানে বঙ্গে তাপমাত্রার পারদ বাড়লেও বৃষ্টি এখনো পিছু ছাড়িনি। আবহাওয়া দপ্তর এর মতে আজ দক্ষিণবঙ্গে তেমন বৃষ্টির পূর্বাভাস না থাকলেও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গে। দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় দুই এক পশলা বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর।

weather, আবহাওয়া, today weather, আজকের আবহাওয়া
ছবি – সংগৃহীত

আজকের (Weather) আবহাওয়া:
আজ সোমবার কলকাতা শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি সেলসিয়াস এর আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৮ ডিগ্রী সেলসিয়াস এর আশেপাশে। বাতাসে আদ্রতার পরিমাণ ৭৯ শতাংশ। গতকালের তুলনায় আজ কলকাতার সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা ১ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেয়েছে।

আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৪ ঘন্টার মধ্যে প্রবল বৃষ্টির সম্মুখিন হতে চলেছে উত্তরবঙ্গ। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারে আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর।

পাশাপাশি নিম্নচাপ সরে যাওয়ার পরও আজ দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়াবিদরা জানাচ্ছেন, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুরে দুই এক পশলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে আগস্ট মাসের শুরু থেকে বঙ্গে টানা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং এই বৃষ্টি চলতে পারে পুজো পর্যন্ত বলে জানিয়েছে হাওয়া অফিস।