পশ্চিমবঙ্গ ডিজিটাল ডেস্কঃ- বাঙালির প্রিয় দুর্গোৎসবের আগমনের সময় হয়ে এলেও এখনো পর্যন্ত সম্পূর্ণভাবে বিদায় নেয় নি করোনা ভাইরাস। তাই গতবারের দুর্গাপুজোর মতো এবারও সচেতনতার সাথে আনন্দ উপভোগ করতে হবে সবাইকে। ইতিমধ্যেই নবান্নের তরফ থেকে দুর্গাপূজা নিয়ে জারি করা হয়েছে গাইডলাইনস।
এই বছর ১১ ই অক্টোবর থেকে শুরু হতে চলেছে দুর্গাপূজা এবং এবারের দূর্গা পূজায় বিধি-নিষেধের সম্বন্ধিত একটি প্রেস রিলিজ জারি করেছে পশ্চিমবঙ্গ সরকার। এই প্রেস রিলিজের মাধ্যমে পশ্চিমবঙ্গ সরকার দুর্গাপূজা সম্বন্ধে একাধিক নির্দেশিকার ঘোষণা করেছে। এমনকি জানিয়ে দেওয়া হয়েছে প্রতিমা বিসর্জনের সময়সীমাও।
দুর্গা প্রতিমা বিসর্জনের ক্ষেত্রে জানানো হয়েছে যে আগামী ১৫ ই অক্টোবর থেকে ১৮ ই অক্টোবরের মধ্যে প্রতিমা বিসর্জন দিতে হবে পুজো কমিটি গুলিকে। এছাড়া পুজো কমিটি গুলিকে স্থানীয় থানায় বিসর্জন এর সঠিক সময় জানিয়ে রাখতে হবে। করোনা পরিস্থিতি নিয়ে পুজো কমিটিগুলোকে নিতে বলা হয়েছে বিশেষ সর্তকতা। সমস্ত দর্শনার্থীদের প্যান্ডেলে পরতে হবে মাস্ক এবং ব্যবহার করতে হবে হ্যান্ড স্যানিটাইজার।
এছাড়া সামাজিক দূরত্ব বজায় রাখার নির্দেশ দেওয়া হয়েছে প্রশাসনের তরফে। করোনা ভাইরাস এর দাপট এখনো বজায় থাকায় বাতিল করা হয়েছে সমস্ত রকম সাংস্কৃতিক অনুষ্ঠান। এর সাথে সাথে পুজো কমিটি গুলির স্বেচ্ছাসেবকদের সব সময় আশেপাশে থাকতে হবে যাতে সাধারণ দর্শনার্থীরা কোভিড নিয়ম মেনে চলে।
জনসমাগম ঠেকাতে দুর্গা পূজা প্যান্ডেলের ভিতরে বা কাছে ছোটও মেলাগুলিতে কঠোর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এছাড়া বড় পুজো গুলিতে অবশ্যই রাখতে হবে সিসিটিভি এবং তৈরি করতে হবে ওয়াচ টাওয়ার। রাজ্য সরকার আরও বলেছে যে এই বছর উদ্বোধন এবং বিসর্জন অনুষ্ঠানগুলি ছোট রাখা উচিত এবং বৃহত্তর জনতার সাথে কোনও বিস্তৃত কর্মসূচির আয়োজন করা উচিত নয়।