পশ্চিমবঙ্গ ডিজিটাল ডেস্কঃ তৃণমূল সুপ্রিমো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ফের চিঠি পাঠালো ইডি (Enforcement Directorate)। এই নিয়ে তিনবার তৃণমূল নেতাকে নোটিস পাঠাল ভারতীয় ইকোনমিক গোয়েন্দা সংস্থা। জানা যাচ্ছে আগামী ২১ শে সেপ্টেম্বর দিল্লিতে ইডির দপ্তরের ডেকে পাঠানো হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে।
সামনেই ভবানীপুরে উপনির্বাচন আর এর মধ্যে কিছুতেই কয়লাকণ্ড পিছু ছাড়ছে না অভিষেক বন্দ্যোপাধ্যায় এর। এই নিয়ে তৃতীয়বার তাকে তলব করল ইডি। প্রসঙ্গত ,কয়েকদিন আগে দিল্লি গিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানে এর আগে ইডির তরফ থেকে করা তলবকে কেন্দ্র করে অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্ধারিত সময়ের আগেই দিল্লির খান মার্কেটে ইডির সদরদপ্তরে হাজির হয়েছিলেন। পরে তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানিয়েছিলেন “তদন্তে সহযোগিতা করার জন্য আমি এখানে এসেছি।”
গোয়েন্দা সংস্থার তদন্ত কে কেন্দ্র করে এর আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, “এটা সম্পূর্ণ রাজনৈতিক ষড়যন্ত্র। যদি আমাকে কথা অভিযুক্ত হিসেবে প্রমাণ করা যায় তাহলে আবারও দায়িত্ব নিয়ে বলছি, রাজনীতি ছেড়ে দেবো। আমি ভয় পাওয়ার লোক নই। আমাকে এজেন্সি দিয়ে ভয় দেখানো যাবে না। ফাঁসির মঞ্চ করে দিন আমি সেই মঞ্চে উঠে যাব।”
প্রসঙ্গত, কয়লা পাচার কান্ডে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তার পারিবারিক সংস্থাগুলির টাকার উৎস নিয়ে তদন্ত করছে এনফোর্সমেন্ট ডাইরেকটোরেট। তার জন্য বারবার অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তার স্ত্রীকে তলব করে ইডির দপ্তরে ডাকা হচ্ছে।
এই নিয়ে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় কয়েকদিন আগেই বলেন, “অভিষেকের বিরুদ্ধে কিছু থাকলে ওরা প্রমাণ করে দেখাক। এজেন্সির ভয় দেখিয়ে তৃণমূলকে আটকানো যাবে না।”