পশ্চিমবঙ্গ ডিজিটাল ডেস্কঃ কিছুদিন আগেই রাজ্যে তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর পরই একে একে মন্ত্রী সভার অন্যান্য মন্ত্রীরা নিজেদের পদে শপথ গ্রহণ করেছেন। শপথ গ্রহণের পরেই নতুন মন্ত্রী সভার কাছে সাধারণ মানুষের একটা আশার সঞ্চার হয়েছে। এবার সেই লক্ষেই শিক্ষক এবং শিক্ষা কর্মীদের জন্য অনলাইন মিউচুয়াল ট্রান্সফার পোর্টাল শুরু করার কথা ঘোষণা করেন নতুন শিক্ষা মন্ত্রী ব্রাত্য বসু।
যদিও ব্যপারটা একেবারে নতুন নয়। গত বছর অক্টোবর মাসে সাংবাদিক সম্মেলনে স্কুল স্তরে শিক্ষক এবং শিক্ষা কর্মীদের জন্য অনলাইন মিউচুয়াল ট্রান্সফার পোর্টাল শুরু করার কথা ঘোষণা করেছিলেন তৎকালীন শিক্ষা মন্ত্রী পার্থ চ্যাটার্জি। এই বছর সেই কাজকেই সম্পূর্ণ করার কথা ঘোষণা করেন নতুন শিক্ষা মন্ত্রী ব্রাত্য বসু।
অনলাইন মিউচুয়াল ট্রান্সফার পোর্টাল শুরু করা হলে অফলাইন বা ফর্ম এর মধ্যমে মিউচুয়াল ট্রান্সফার প্রক্রিয়া স্বাভাবতই বন্ধ হয়ে যাবে। এই প্রক্রিয়ায় এসএসসি এর হাত থেকে ট্রান্সফার প্রক্রিয়া স্কুল শিক্ষা কমিশনের কমিশনারের কাছে হস্তান্তরিত করা হবে।
যদিও শিক্ষক এবং শিক্ষা কর্মীদের জন্য ট্রান্সফার শুরুর অর্ডার প্রকাশিত হলেও কাজ শুরু হয়নি বলে এই সমস্যার সমাধানও হয়নি। আর এই প্রসঙ্গে ধারাবাহিক ডেপুটেশন জমা পড়ার পর শিক্ষকদের জন্য সমস্যার সমাধান হলেও এই তালিকায় অন্তর্ভুক্ত হয়নি কোনও নন টিচিং স্টাফ। ফলে বহু কর্মী মিউচুয়াল ট্রান্সফার নিতে পারছেন না।
তবে বর্তমানে অনলাইন মিউচুয়াল ট্রান্সফার পোর্টাল শুরু হওয়ার প্রসঙ্গে শিক্ষক সংগঠন অল পোস্ট গ্র্যাজুয়েট টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশানের সম্পাদক চন্দন গড়াই বলেন যে,” অনলাইন মিউচুয়াল পোর্টালে নন টিচিং এবং লাইব্রেরিয়ানদের আবেদনের সুযোগ দেওয়ার জন্য অবিলম্বে ব্যবস্থা গ্রহণ করার জন্য শিক্ষা মন্ত্রীর কাছে বিশেষভাবে আবেদন করছি। এছাড়াও সকলের জন্য অনলাইনে জেনারেল ট্রান্সফার শুরু করতে হবে।”