ডিম ভাত, মায়ের রান্নাঘর, মমতা বন্দ্যোপাধ্যায়, tmc, mamata banerjee
ছবিঃ সংগৃহীত

পশ্চিমবঙ্গ ডেস্কঃ একুশে বিধানসভার ভোট দোরগোড়ায়। এক অভিনব প্রকল্পের উদ্বোধন করতে চলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে এই প্রকল্প যথেষ্ট জনপ্রিয় গরীব মানুষের কাছে। শহরতলীর বিভিন্ন এলাকায় গরিব মানুষের কথা ভেবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন প্রকল্পের কথা ঘোষণা করলেন।

গরিব মানুষের মুখে অন্ন তুলে দেওয়ার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উদ্বোধন করবেন “মায়ের রান্নাঘর”। খুব স্বল্প মূল্যে মিলবে খাবারের থলি। মমতা বন্দ্যোপাধ্যায় কিছুদিন আগে রাজ্য বাজেটে ঘোষণা করেছিলেন, শহর কলকাতা ছাড়াও রাজ্যের বিভিন্ন জেলায় গরিব মানুষদের কাছে স্বল্পমূল্যে পৌঁছাবে খাবারের থলি।

কি কি থাকবে তাতে? প্যাকেট গুলিতে থাকবে পর্যাপ্ত পরিমাণে ভাত। সঙ্গে থাকবে ডাল এবং ডিমের কারি। এছাড়াও থাকবে যে কোনো রকম একটি সবজির পদ। এত সুন্দর খাবার পাবেন শুধু মাত্র পাঁচ টাকাতে।

মুখ্যমন্ত্রী আগামী সোমবার “মায়ের রান্নাঘর” প্রকল্পের উদ্বোধন করতে চলেছেন। সোমবার উদ্বোধন হলেই মঙ্গলবার থেকে মিলবে খাবার। সপ্তাহে প্রতিদিন দুপুর একটা থেকে দুটো পর্যন্ত গরিব মানুষদের কে খাবার দেওয়া হবে। এতে করে রাস্তায় পড়ে থাকা মানুষগুলো খাবার পাবে। কেউ আর খাদ্যের অভাবে মরবে না এমনটাই ভাবনা মুখ্যমন্ত্রীর। তবে একটা প্রশ্ন থেকেই যায়? বিধানসভা ভোটের মাস দুয়েক আগে কেন?

এমন সুন্দর পরিকল্পনাটা কেন আগে থেকে চালু করা হলো না? কিছুদিন আগেই চালু করা হয়েছে দুয়ারে সরকার। দেওয়া হচ্ছে সমস্ত রকমের সুবিধা। তবে তৃতীয়বার রাজ্য জয় করার জন্য কি এমন পরিকল্পনা মমতার? এমনটাই বক্তব্য রাজ্যবাসীর। তবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই পদক্ষেপ ভোট ব্যাংকে কতটা প্রভাব ফেলবে, দেখা যাক।