corona, coronavirus, protima ghosh, shankha ghosh
চিত্র- সংগৃহীত

পশ্চিমবঙ্গ ডেস্কঃ জাঁকিয়ে বসেছে অতিমারি করোনা। গতকাল গোটা দেশজুড়ে করোনা সংক্রমনের সংখ্যা দাঁড়িয়েছে ৩ লক্ষ ৬০ হাজার। প্রতিনিয়ত মরনরোগ করোনা কেড়ে নিচ্ছে আপন মানুষের প্রাণ।

গত ২১ শে এপ্রিল প্রয়ত হয়েছিলেন কবি শঙ্খ ঘোষ। তিনি করোনা আক্রান্ত ছিলেন। বেশ কয়েকদিন ধরে তার সর্দি কাশি দেখা দেয়। সেই কারণেই তাঁকে কোভিড টেস্ট করানো হয়। কোভিড টেস্টের পর রিপোর্ট অনুযায়ী তার করোনা ধরা পড়েছিল। কিন্তু হাসপাতালে না যাওয়ার আর্জি করেছিলেন কবি শঙ্খ ঘোষ।

সেই মতই তাকে বাড়িতে চিকিৎসা করার ব্যবস্থা করেন তাঁর পরিজনেরা। তবে ৮৯ বছর বয়সে অতিমারি করোনা কেড়ে নিল কবির প্রাণ। কবির মৃত্যুর ঠিক ৮ দিন পর অর্থাৎ আজ ২৯ শে এপ্রিল চলে গেলেন কবি শঙ্খ ঘোষের স্ত্রী প্রতিমা ঘোষ।

corona, corona virus, protima ghosh, shankha ghosh
চিত্র- সংগৃহীত

জানা গিয়েছে, বৃহস্পতিবার নিজ বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন প্রতিমা দেবী। তিনি করোনা আক্রান্ত ছিলেন। বাড়িতেই চলছিল তার চিকিৎসা এবং তিনি কোয়ারেন্টাইনে ছিলেন। গত ১৪ ই এপ্রিল কবি শঙ্খ ঘোষের কোভিড টেস্ট করিয়েছিলেন সঙ্গে প্রতিমা দেবীও। দুজনেরই করোনা পজিটিভ আসে। তবে কবির ইচ্ছাতেই দুজনের চিকিৎসা চলছিল বাড়িতে।

পরিবার সূত্রে জানা গিয়েছে, করোনা আক্রান্ত হওয়ার পর হাসপাতালে যেতে চাননি তিনি। সেই কারণেই চিকিৎসা চলছিল বাড়িতে। তবে কবি শঙ্খ ঘোষের মৃত্যুর পর থেকেই শারীরিক অবস্থার অবনতি ঘটতে শুরু করে প্রতিমা দেবীর। এমনিতেই মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন তিনি। তবে বৃহস্পতিবার ভোর পাঁচটার সময় মৃত্যু হয় প্রতিমা দেবীর।

প্রয়ত কালে কবি শঙ্খ ঘোষের স্ত্রীর বয়স ছিল ৮৯ বছর। জানা গিয়েছে কলকাতা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে শঙ্খ ঘোষের সহপাঠিনী ছিলেন প্রতিমা দেবী।