পশ্চিমবঙ্গ ডিজিটাল ডেস্কঃ রাজধানী দিল্লি আবারও এক নৃশংস ঘটনার কারণে সংবাদ শিরোনামে উঠে এলো৷ দিল্লির নেব সরাইতে, ৭ বছরের এক শিশুপুত্রকে সিগারেটের ছ্যাঁকা (Child Burnt by Cigarette) দিয়ে গুরুতর জখম করার অভিযোগ সামনে এসেছে। তারপরই পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে (Delhi News)৷
জানা গিয়েছে, জখম হওয়া শিশুর পরিবারে আইনি বিরোধ চলছে। শিশুটির বাবা-মায়ের মধ্যে সংঘাত বর্তমানে আদালতে বিচারাধীন। এই অবস্থায় আদালতের নির্দেশে শিশুটিকে মায়ের বাড়ি থেকে বাবার বাড়িতে থাকতে পাঠানো হয়। সৈনিক ফার্মে বাবার বাড়িতে ছিল শিশুটি। তখনই ঘটে এই ঘটনা৷
এই ঘটনার পর শুরু হয় শিশুটির চিকিৎসা। অভিযোগ, ওই শিশুর পিসির মেয়ে সিগারেটের ছ্যাঁকা দেয় তুতো ভাইকে। পুলিশ জানিয়েছে, শিশুটি নেব সরাইয়ের দ্য কেমব্রিজ ইন্টারন্যাশনাল স্কুলের দ্বিতীয় শ্রেণির ছাত্র। এই ঘটনায় থানায় মামলা দায়ের করে পুলিশ৷ শুরু হয়েছে তদন্ত।
২৫শে ফেব্রুয়ারি গালে জখম থাকা অবস্থায় শিশুটিকে তার দিদার বাড়িতে ফেরৎ দিয়ে যান তার পিসি। এর পর ২৭শে ফেব্রুয়ারি শিশুটি তার টিউশনের শিক্ষককে গোটা বিষয়টি জানায়। সেই শিক্ষক শিশুটির পরিবারকে বিষয়টি খুলে বলেন৷ ঘটনাটি সামনে আসার পর পুলিশে অভিযোগ দায়ের করে জখম শিশুর পরিবার৷ এরপর ১লা মার্চ করা অভিযোগের ভিত্তিতে পুলিশ মামলা রুজু করে তদন্ত শুরু করে।
থানায় দায়ের করা অভিযোগে বলা হয়েছে, নিরীহ শিশুটি তার দাদুর বাড়িতে থাকে এবং প্রায় ৩ মাস আগে সে সৈনিক ফার্মে তার বাবার বাড়িতে গিয়েছিল। সেখানে তার পিসির মেয়ে সিগারেটের ছ্যাঁকা দিয়ে শিশুটির গাল পুড়িয়ে দেয় বলে অভিযোগ। শুধু তাই নয়, এই ঘটনার কথা যাতে ওই শিশু কাউকে না বলে, সে জন্য তাকে হুমকি দেয় অভিযুক্ত মেয়েটি। তবে কোন কারণে সে এমন করেছে সেটা জানা যায়নি।