পশ্চিমবঙ্গ ডিজিটাল ডেস্কঃ- মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পর এবার বিজেপি নেতা রাহুল সিনহাকে নির্বাচনী প্রচার এবং কোনরকম বক্তব্য রাখার থেকে ৪৮ ঘন্টা নিষেধাজ্ঞা জারি করল নির্বাচন কমিশন।
ভারতের নির্বাচন কমিশনের অফিশিয়াল ওয়েবসাইটে একটি বিজ্ঞপ্তি জারি করা হয় বিজেপি নেতা রাহুল সিনহাকে নিয়ে। সেখানে বলা হয়েছে বিজেপি নেতা রাহুল সিনহা নির্বাচনী মডেল কোড অফ কন্ডাক্ট এর বিধি লংঘন করেছেন। মমতা ব্যানার্জির মত তিনিও উস্কানিমূলক বক্তব্য রেখেছেন মানুষের সামনে।
ওই বিজ্ঞপ্তিতে লেখা হয়েছে যে, একটি বাংলা বেসরকারি চ্যানেলকে দেওয়া ইন্টারভিউ বিজেপি নেতা রাহুল সিনহা বলেন “শীতলকুচিতে চার জন নয় আটজনকে মারা উচিত ছিল।” কার্যত রাহুল সিনহার এই মন্তব্যের জেরে ক্ষুব্ধ নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন ওই বিজ্ঞপ্তিতে আরো লিখেছে যে আমরা কোন রকম শোকজ নোটিশ না পাঠিয়েই নিষেধাজ্ঞা জারি করছি বিজেপি নেতা রাহুল সিনহার উপর।
রাহুল সিনহার উপর এই নিষেধাজ্ঞা জারি থাকবে আজ দুপুর ১২ টা থেকে ১৫ ই এপ্রিল দুপুর ১২ টা পর্যন্ত। শীতলকুচির ঘটনা নিয়ে একের পর এক মন্তব্য করেই চলেছেন বিভিন্ন দলের রাজনৈতিক নেতারা। এবার তারই খেসারত দিতে হলো হাবড়ার বিজেপি প্রার্থী রাহুল সিনহাকে।
গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে নির্বাচন কমিশন ২৪ ঘন্টার জন্য নিষেধাজ্ঞা জারি করেছে। আজ সেই নিষেধাজ্ঞার প্রতিবাদে গান্ধী মূর্তির পাদদেশে ধর্নায় বসেছেন মুখ্যমন্ত্রী। তিনি গতকাল টুইট করে জানিয়েছিলেন আজ দুপুর ১২ টা থেকে তিনি ধর্নায় বসবেন। কিন্তু নির্ধারিত সময়ের ৩০ মিনিট আগেই তিনি ওই স্থানে পৌঁছে প্রতিবাদ শুরু করেন।