পশ্চিমবঙ্গ ডিজিটাল ডেস্কঃ- বীরভূমে নিজের গড়ে খেলা শুরু হওয়ার আগেই ফাউল প্লে করল নির্বাচন কমিশন। আগামীকাল বিকেল পাঁচটা থেকে আগামী ৩০ শে এপ্রিল সকাল ৭ টা পর্যন্ত তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল কে নজরবন্দি করে রাখার নির্দেশ দিল নির্বাচন কমিশন।
বীরভূমের ভোট ২৯ শে এপ্রিল, তবে ঐদিন বাড়ি থেকে বের হতে পারবেন না কেষ্ট দা ওরফে অনুব্রত মণ্ডল। অর্থাৎ শেষ দফার ভোটে তাকে নিজের বাড়িতেই সম্পূর্ণভাবে নজরবন্দি হিসেবে থাকতে হবে। নির্বাচন কমিশনের তরফে এই নির্দেশ আসার পর নিজে প্রতিক্রিয়া জানিয়েছেন অনুব্রত মণ্ডল। তিনি জানান কমিশনের এই সিদ্ধান্তের প্রতিবাদে তিনি হাইকোর্টের দ্বারস্থ হবেন।
অনুব্রত মণ্ডল বলেন “এটা কমিশনের রুটিনমাফিক ডিউটি, শান্তিপূর্ণভাবেই ভোট হবে। খেলা হবে।” কয়েকদিন আগে বোলপুরে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটি ছোট সভা করেছিলেন। সেই সভাতে অনুব্রত মণ্ডল সহ উপস্থিত ছিলেন বীরভূম জেলার সমস্ত প্রার্থীরা।
মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে বলেন “এই বীরভূমের উপর ওদের খুব রাগ। প্রতিবার নির্বাচনের সময় অনুব্রত কে নজর বন্দী করে দিচ্ছে। এবার করলে কেষ্ট আদালতে যাবে এবং নিরাপত্তা নেবে।” আজ নির্বাচন কমিশনের তরফ থেকে নজরবন্দি করার নির্দেশ দেওয়ার পর মমতা ব্যানার্জির কথা মতোই অনুব্রত মণ্ডল হাইকোর্টে যাওয়ার কথা জানিয়েছেন।
তৃণমূলের বর্ষীয়ান নেতাদের মধ্যে বেশিরভাগই এখন বিজেপিতে। শুধুমাত্র মমতা ব্যানার্জির পর কয়েকজন সিনিয়র নেতা রয়েছেন। তাদের মধ্যে একজন হচ্ছেন অনুব্রত মণ্ডল। শেষ দফার ভোট হবে বীরভূমে, আর এই বীরভূমই অনুব্রত মণ্ডলের গড় হিসেবে পরিচিত। তবে নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তে বীরভূমে কিভাবে নতুন করে ফর্মেশন সাজাবে তৃণমূল কংগ্রেস সেটা এখন বড় চ্যালেঞ্জ দলের কাছে।