ওয়েস্ট বেঙ্গল মেডিক্যাল কাউন্সিল, হাইকোর্ট
অবৈধ মেডিক্যাল কাউন্সিলের নির্বাচন, কমিটি বাতিলের নির্দেশ কলকাতা হাইকোর্টের | ছবি - সংগৃহীত

পশ্চিমবঙ্গ ডিজিটাল ডেস্কঃ- অবৈধভাবে নির্বাচন হয়েছে ওয়েস্ট বেঙ্গল মেডিক্যাল কাউন্সিলের। এমনটাই নির্দেশ কলকাতা হাইকোর্টের। আর সেই কারণেই নির্বাচিত কমিটিকে বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে কলকাতা হাইকোর্ট। এছাড়া একটি অ্যাডহক কমিটি গঠনের নির্দেশ দিয়েছে রাজ্যের শীর্ষ আদালত। এই কমিটিই আপাতত কাউন্সিলের দায়িত্ব সামলাবে বলেও জানিয়েছে কলকাতা হাইকোর্টের বিচারপতি সব্যসাচী ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ।

জানিয়ে রাখি, ২০১৮ সালে ওয়েস্ট বেঙ্গল মেডিক্যাল কাউন্সিলের নির্বাচন হয়। সেখানে কমিটিও গঠন হয়ে যায়। তবে মামলাকারী কুনাল সাহা ওয়েস্ট বেঙ্গল মেডিক্যাল কাউন্সিলের উপর অভিযোগ আনে।। কুনালের দাবি ছিল, এই নির্বাচন সম্পূর্ণ অবৈধ এবং এই কমিটিও অবৈধভাবে গঠিত। হাইকোর্টে মামলা যাওয়ার পর বুধবার বিচারপতি সব্যসাচী ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি হয়।

আজ বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য জানান, ২০১৮ সালের মেডিক্যাল কাউন্সিলের নির্বাচন অবৈধভাবে সংগঠিত করা হয়েছে। এই নির্বাচনের ফলে গঠিত কমিটিকে বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্যের শীর্ষ আদালত।

এছাড়া বিচারপতি একটি অ্যাডহক কমিটি গঠনেরও নির্দেশ দিয়েছেন। তিনি সাফ জানিয়ে দেন ২০২২ সালের আগস্ট মাসের ১ তারিখ থেকেই অ্যাডহক কমিটি কাউন্সিলের সমস্ত ভার নিজ হাতে তুলে নেবে। তবে এই কমিটি এই মুহূর্তে কাউন্সিলের সমস্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারবে না। যেমন কোন চিকিৎসকের রেজিস্ট্রেশন বাতিল বা বরখাস্ত করার মত দায়িত্বগুলি এই কমিটি নিতে পারবে না। আপাতত অ্যাডহক কমিটির কাজ হবে কাউন্সিলের আর্থিক দিক দেখা।

তবে বিচারপতি অ্যাডহক কমিটি সম্পর্কে জানিয়েছেন, এই কমিটি ওয়েস্ট বেঙ্গল মেডিক্যাল কাউন্সিলের  আগামী নির্বাচন সম্পন্ন করবে। সামনের অক্টোবর মাসের মধ্যেই নির্বাচনের সমস্ত কাজ সম্পন্ন করে ফল ঘোষণা করতে হবে এই কমিটিকে। নভেম্বরের মধ্যেই যেন ওয়েস্ট বেঙ্গল মেডিক্যাল কাউন্সিলের নবনির্বাচিত কমিটি দায়িত্বে আসে এটির দায়িত্ব থাকবে অ্যাডহক কমিটিরই উপর।