পশ্চিমবঙ্গ ডিজিটাল ডেস্কঃ রাজ্যে ফের বিধানসভা নির্বাচনে জিতে তৃতীয়বারের জন্য পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী পদে আসীন হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় শপথ নেওয়ার পরই একে একে তাঁর মন্ত্রী সভার অন্যান্য সদস্যরাও মন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন। মন্ত্রী অরূপ বিশ্বাস বিদ্যুৎ মন্ত্রী হিসেবে শপথ নিয়েই জনগণের স্বার্থে বিদ্যুৎকে ভর্তুকি মুক্ত করতে বদ্ধ পরিকর হন।
বিদ্যুৎ মন্ত্রককে স্বাবলম্বী করতেই বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাসের এই পদক্ষেপ বলে জানান তিনি। তিনি বলেন, ” এই দফতরকে ভর্তুকি মুক্ত করাই আমার লক্ষ্য।” এছাড়াও তিনি বলেন যে,” আমার কাছে নতুন দফতর। সবার সঙ্গে কথা বলেছি। শিকড়ে যেতে হবে। ৫ থেকে ৭ দিন সময় লাগবে জানতে। বকেয়া কাজ দ্রুত শেষ করতে হবে।”
এর আগে রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী ছিলেন শোভনদেব চ্যাটার্জি। কিন্তু এবারে সেই বিদ্যুৎ দফতর দেওয়া হয়েছে টালিগঞ্জের জয়ী বিধায়ক অরূপ বিশ্বাসকে। দফতর হাতে পেয়ে জনগণের স্বার্থে নিজের কাজ ঠিক করে ফেলেছেন তিনি। তাঁর কথায় এই দফতরকে সঠিক ভাবে পরিচালনার জন্য অনেক রকম পদক্ষেপ নিতে উদ্যোগী তিনি।
এছাড়াও কিছুদিন আগে রাজ ভবনে ঘটে যাওয়া বিদ্যুৎ বিভ্রাট নিয়েও তদন্তের কথা জানিয়েছেন তিনি। তিনি আরও বলেন যে,” বিদ্যুৎ দফতরকে ৮৫০-৯০০ কোটি টাকা ভর্তুকি দেয় রাজ্য সরকার। আমার টার্গেট নিজের পায়ে দাঁড়ানো। উৎপাদন বাড়াতে হবে। যাতে রাজ্যকে ভর্তুকি দিতে না হয়। কোলকাতা শহরে বিদ্যুৎ সিএসই দেখে। বাকি বিষয়টা নিয়ে আলোচনা করবো।”
অন্য রাজ্যে তুলনায় পশ্চিমবঙ্গে বিদ্যুতের প্রতি ইউনিটের দাম সবথেকে বেশি। গতবছর এই নিয়ে সরব হয়েছিলেন কিছু মানুষ। এখন দেখার বিষয় এই যে সাধারণ মানুষের কথা ভেবে ইউনিট প্রতি দাম ও কিছুটা সাশ্রয় হয় কিনা।