পশ্চিমবঙ্গ ডিজিটাল ডেস্কঃ বন্দে ভারতের পর ফের এক নতুন ট্রেনের উদ্বোধন হল বাংলায়। দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে আজ থেকেই চালু হল রানাঘাট টু বনগাঁ শাখার ইএমইউ ট্রেন। ট্রেন উদ্বোধন করার জন্য আমন্ত্রন করা হয়েছিল রাজ্যের বিজেপি দলনেতা শুভেন্দু অধিকারীকে(Suvendu Adhikary)।
আজ ৯ই জানুয়ারি, সোমবার রানাঘাট টু বনগাঁ শাখার ইএমইউ ট্রেন চলাচল শুরু করবে বেলা ১২টা থেকে। বিজেপি দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikary) বাংলার এই নতুন ট্রেন উদ্বোধন প্রসঙ্গে বলেছেন, তার হাতে এই ট্রেনের শুভ উদ্বোধনের জন্য রেলমন্ত্রীকে তিনি অসংখ্য ধন্যবাদ জানিয়েছেন। এই ট্রেনটি চালু হওয়ার ফলে বহু মানুষ উপকৃত হবেন। পশ্চিমবঙ্গের জনগণের সুবিধার্থে আগামী দিনে বন্দে ভারতের মতো অনেক ট্রেনের কথা ভাবছে রেল-মন্ত্রক।
রানাঘাট টু বনগাঁ রুটের ট্রেন চালু করার জন্য রেল মন্ত্রকে বহুবার আবেদন জানানোর পর, শেষমেশ সেই আবেদনে সীলমোহর দিল রেল-মন্ত্রক। ফলেই সেই খবর শুনে খুবই আনন্দিত ওই রুটের সকল ট্রেনযাত্রী। সোমবার থেকেই এই নতুন রানাঘাট টু বনগাঁ শাখার ইএমইউ ট্রেন পরিষেবা দেবে ট্রেনযাত্রীদের। ট্রেন উদ্বোধনে শুভেন্দু অধিকারী ছাড়াও পূর্ব রেলের আধিকারিকরা সহ সেখানকার সংসদরা উপস্থিত ছিলেন।