পশ্চিমবঙ্গ ডেস্কঃ– আত্মসমর্পণ করেও রেহাই মিলল না পুলিশ কর্মীর। ঘটনাটি আফগানিস্থানের বদঘিস প্রান্তের। বিগত কয়েকদিন ধরেই উত্তপ্ত আফগানিস্তান। বেড়েই চলেছে তালিবানিদের নৃশংসতা।
তালিবানরা আফগানিস্তান দখল করার পর থেকে সাধারণ নিরীহ আফগানিস্তান-বাসীর উপর যেমন অত্যাচার করে চলেছে। তেমনি আফগানিস্তান পুলিশ কর্মীদের উপরেও নৃশংসতা বজায় রেখেছে তালিবান। সেখানকার এক পুলিশকর্মী তালিবানদের কাছে আত্মসমর্পণ করেও পেল না রেহাই। হাজী মুল্লা নামের ওই পুলিশকর্মীকে প্রকাশ্যেই গুলি করে হত্যা করে তালিবানরা।
পুলিশকর্মীকে গুলি করে হত্যা করার পরও থেমে থাকেনি তারা। মৃতদেহের উপরও অত্যাচার করতে থাকে তালিবানরা। অজস্র গুলি চালাতে থাকে তার দেহের উপর। জানিয়ে রাখি, হাজী মুল্লা নামের ওই পুলিশ কর্মী গত কয়েকদিন আগেই তালিবানদের কাছে আত্মসমর্পণ করেছিল।
আফগানিস্তানের প্রাক্তন পুলিশ প্রধান হাজী মুল্লাকে নির্মমভাবে হত্যা করার একটি ভিডিও এই মুহূর্তে সামনে উঠে এসেছে। ওই ভিডিওটিতে দেখা যাচ্ছে, প্রাক্তন পুলিশ প্রধান হাজী মুল্লার হাত এবং চোখ মুখ বেঁধে একটি স্থানে রেখে দিয়েছে তালিবানরা। এরপর তালিবানরা নিজেদের মধ্যেই কিছু বলাবলি করতে শুরু করে। কথা শেষ হতে না হতেই প্রাক্তন পুলিশকর্মীর উপর শুরু হয় গুলিবর্ষণ।
Warning: Strong graphics ⛔️
Executions & brutalities of #TerroristsTaleban are in full swing. The reports of freedom shown on western & Pakistani media are fake. Haji Mullah, Police chief of Badghis province gunned down publicly by invaders.#Afghanistan pic.twitter.com/eSsENoRXSt
— Ihtesham Afghan (@IhteshamAfghan) August 19, 2021
পুলিশ কর্মীর মৃত্যুর পরও অত্যাচার করতে ছাড়েনি তালিবানরা। একের পর এক গুলি চালাতে থাকে তার মৃতদেহের উপর। তবে এখানেই শেষ নয়। এর আগেও আফগানিস্তানের চারজন কমান্ডারকে একটি স্টেডিয়ামে অজস্র মানুষের সামনে গুলি করে হত্যা করেছিল তালিবানরা। সূত্রের খবর অনুযায়ী, ওই চারজন কমান্ডার গত ১৩ ই আগস্ট আত্মসমর্পণ করেছিল তালিবানদের কাছে। ঘটনাটি প্রকাশ্যে এসেছে গত বুধবার।
তালিবানি জঙ্গি সংগঠনের মুখপাত্র একটি বয়ান জারি করে জানিয়েছে যে, তারা সকল মানুষকেই নিরাপত্তা দেবে। আফগানিস্তানের কোন মানুষের ভয় পাওয়ার কোন কারণ নেই। এছাড়াও তারা জানিয়েছে, প্রাক্তন সরকারি আধিকারিকরা নির্ভয় কাজে যোগদান করতে পারবেন। তালিবানিরা এই বয়ানে গোটা বিশ্বের সামনে যেমন তাদের নিরীহ দিকটা ফুটিয়ে তুলতে চাইছে। তেমনি অন্যদিকে তারাই আবার সাধারণ মানুষের উপর নৃশংস ভাবে অত্যাচার চালাচ্ছে।