mamata banerjee, jaya bacchan, জয়া বচ্চন, মমতা বন্দ্যোপাধ্যায়, টিএমসি, তৃণমূল, TMC
ছবিঃ ফেসবুক

পশ্চিমবঙ্গ ডেস্কঃ পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনী ভোট প্রচারে একটি দিনও ছুটি নেননি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গত মার্চ মাসের ১৩ তারিখ থেকে তিনি প্রতিনিয়ত নির্বাচনী প্রচার করে চলেছেন।

পায়ে চোট নিয়ে রাজ্যের এ প্রান্ত থেকে ও প্রান্তে পৌঁছেছেন নির্বাচনী প্রচারের উদ্দেশ্যে। এ দিন উস্কানি মূলক মন্তব্যের জেরে প্রচারে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল মমতাকে। রাত আটটা নাগাদ নিষেধাজ্ঞা জারির সময়সীমা পার হলেই রাতের বেলাতেই তিনি দুটি সভা করেন। সত্যি তিনি যেন রয়েল বেঙ্গল টাইগার এর মতনই যুদ্ধ করছেন।

আজ বৃহস্পতিবার নববর্ষ, আজকের দিনটিতে তৃণমূল সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচনী প্রচারে কোন জনসভা ছিল না। তবে আজ তাকে রোড শো করতে দেখা গিয়েছে। আজ তিনি আলোছায়া সিনেমা হল থেকে বউবাজার পর্যন্ত রোড শো করলেন।

হুইল চেয়ারে বসেই তৃণমূল নেত্রী রোড শো করলেন। তবে তার পাশে দেখা যাচ্ছে পায়ে হেঁটে যাচ্ছেন সমাজবাদী পার্টির নেত্রী তথা অভিনেত্রী জয়া বচ্চন। আজ মমতার রোড শো এর সময় তৃণমূল নেত্রীর হুইল চেয়ারে হাত লাগাতে দেখা গিয়েছে জয়া বচ্চনকে। তিনি মমতার পাশে, পরনে হলুদ শাড়ি এবং মাথায় রয়েছে পরিচিত সমাজবাদী পার্টির লাল টুপি।

১ লা বৈশাখের দিনে নতুন দৃশ্য ক্যামেরাবন্দি হল। গত ৪ ঠা এপ্রিল ঘাসফুল শিবিরের প্রার্থীদের হয়ে প্রচার করার উদ্দেশ্যে রাজ্যে এসেছিলেন জয়া বচ্চন। তিনি ঠিক করেছিলেন কয়েকদিনের জন্য প্রচার করে তিনি ফিরে যাবেন। প্রচারের দিন ক্রমেই বাড়তে থাকে। প্রতিনিয়ত নতুন নতুন প্রার্থীর হয়ে প্রচারে আবদার আসতে থাকে অভিনেত্রী জয়া বচ্চনের কাছে। প্রচারে ব্যস্ত হয়ে ওঠার কারণেই রাজ্যেই রয়ে গিয়েছেন তিনি।

অভিনেত্রী জয়া বচ্চন প্রথম দিনই বঙ্গে প্রচার এর আগে তৃণমূল ভবনে একটি সাংবাদিক বৈঠক বসে ছিলেন। সেখানে তিনি জানিয়েছিলেন, তিনি অভিনয় করতে আসেননি। বরং তাকে যে দায়িত্ব দিয়ে পাঠানো হয়েছে, সেই দায়িত্ব পালন করতে এসেছেন তিনি। সে দিনই তিনি তৃণমূল নেত্রী মমতাকে “বাংলার নিজের মেয়ে” বলে আখ্যা দিয়েছিলেন। তিনি সেদিন বলেছিলেন, “মমতার পা ভাঙলেও, মন ভাঙতে পারেনি বিজেপি।”