today weather news, today's weather, weather, weather news, weather update, weather in west bengal, today kolkata's weather, আজকের আবহাওয়ার খবর, আজকের আবহাওয়া, আবহাওয়া, আবহাওয়ার খবর, আবহাওয়ার আপডেট, পশ্চিমবঙ্গের আবহাওয়া, আজকে কলকাতার আবহাওয়া
আপাতত শীতের দাপট হার মানলেও, ফের নামবে পারদ! দেখুন কি বলছে আবহাওয়া অফিস

পশ্চিমবঙ্গ ডিজিটাল ডেস্কঃ আপাতত শীতের ইতি বাংলায়। আলিপুর আবহাওয়া দপ্তরের মতে, আজ দিনের সর্বনিম্ন তাপমাত্রা এক ধাক্কায় পৌঁছে যাবে ৩০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। তবে অনুমান করা যাচ্ছে সপ্তাহের শেষে গিয়ে আবারো নিম্নমুখী হবে তাপমাত্রার পারদ।

আগামী ৩-৪ দিন ক্রমান্বয়ে বাড়তে থাকবে দিনের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা। উইকেন্ডে তাপমাত্রা আবার কমলেও জাকিয়ে শীত পড়ার আর সম্ভাবনা নেই। এক কথায় বলা যেতে পারে এ বছরের মতো বাংলা থেকে শীত বিদায় নিয়েছে। দেখে নিন কেমন থাকবে আজকের (৬ই ফেব্রুয়ারি ২০২৩) আবহাওয়া –

আজকের আবহাওয়া
দিনের সর্বোচ্চ তাপমাত্রাঃ ২৮.২ ডিগ্রি সেলসিয়াস
দিনের সর্বনিম্ন তাপমাত্রাঃ ১৫.৯ ডিগ্রি সেলসিয়াস
বাতাসের গতিবেগঃ ১.৬ কিমি প্রতি ঘন্টা
বৃষ্টির সম্ভাবনাঃ নেই
দিনের সর্বোচ্চ জলীয়বাষ্পের পরিমাণঃ ৭৪ শতাংশ
দিনের সর্বনিম্ন জলীয়বাষ্পের পরিমাণঃ ৫১ শতাংশ
সূর্যোদয়ঃ ৬টা ১৪মিনিট
সূর্যাস্তঃ ৫টা ২৮মিনিট

দক্ষিণবঙ্গের আবহাওয়া

তাপমাত্রা বাড়লেও আগামী ২-৩ দিন দক্ষিণবঙ্গের একাধিক জেলায় সকালের দিকে হালকা থেকে মাঝারি, এমনকি কোথাও কোথাও বেশ ভারী কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে। কুয়াশার কারণে আকাশ মেঘলা থাকবে। তবে বেলা বাড়ার সাথে সাথে আকাশ পরিস্কার হয়ে রোদ উঠবে। দিনের বেলায় কলকাতা শহরে শীতের কোন আভাস পরিলক্ষিত হবে না। তবে পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা তুলনামূলকভাবে খানিকটা কম থাকবে। এই মুহূর্তে গোটা দক্ষিণবঙ্গের কোথাও বৃষ্টির তেমন কোন সম্ভাবনা নেই। আজ দক্ষিণবঙ্গের তাপমাত্রা ১৬ ডিগ্রি থেকে ২৯ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে।

উত্তরবঙ্গের আবহাওয়া

উত্তরবঙ্গেও আগামী ৩-৪ দিন ধীরে ধীরে তাপমাত্রা বৃদ্ধি পাবে। এই উইকেন্ডে গিয়ে তাপমাত্রার খানিকটা পতন ঘটবে। দক্ষিণবঙ্গের তুলনায় উত্তরবঙ্গের তাপমাত্রা কম থাকলেও, উত্তরবঙ্গ থেকেও শীত কার্যত বিদায় নিয়েছে বলা চলে। এই সপ্তাহে উত্তরবঙ্গের কোথাও তেমন কোন বৃষ্টির সম্ভাবনা না থাকলেও দার্জিলিং ও জলপাইগুড়ি জেলার পার্বত্য অঞ্চলগুলিতে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামী ১-২ দিন হালকা থেকে মাঝারি কুয়াশার দাপট দেখা যাবে। আজ উত্তরবঙ্গের তাপমাত্রা থাকবে ১২ ডিগ্রি থেকে ২৩ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে।

আগামীকালের আবহাওয়া

আগামীকালের তাপমাত্রা আজকের থেকেও খানিকটা বৃদ্ধি পাবে। দিনের বেলা শহরের উপর ফ্যান চালাতে হতে পারে। তবে সন্ধ্যে নামলে সামান্য শীতের আমেজ লক্ষ্য করা যাবে। বাংলা থেকে শীতের বিদায় নিলেও সপ্তাহের শেষে গিয়ে শুক্র, শনিবার তুলনামূলকভাবে সামান্য পারা পতন ঘটবে। এই সপ্তাহে বৃষ্টির তেমন সম্ভাবনা নেই। কিন্তু গোটা সপ্তাহ জুড়ে বিক্ষিপ্তভাবে সারা বাংলায় কুয়াশার দাপট লক্ষ্য করা যাবে।