লিওনেল মেসি, আর্জেন্টিনা, Lionel Messi, cristiano ronaldo, Robert Lewandowski, Golden Foot
বিশ্বজয়ী লিও মেসি ! তবুও এই ট্রফিটি রোনাল্ডো-লেভানডোস্কিরা জিতলেও এখনো জেতেননি মেসি

পশ্চিমবঙ্গ স্পোর্টস ডেস্কঃ– চ্যাম্পিয়নস লিগ থেকে শুরু করে বিশ্বকাপ, ব্যালন ডি’অর থেকে শুরু করে ইউইএফএ সেরা খেলোয়াড় সব পুরস্কারে সাজানো রয়েছে মেসির ট্রফি কেবিনেট। এই বছর বিশ্বকাপেও দ্বিতীয়বারের জন্য গোল্ডেন বল অর্থাৎ বিশ্বকাপের সেরা খেলোয়াড়ের পুরস্কার পেয়েছেন তিনি। তবে যে পুরষ্কার ক্রিশ্চিয়ানো রোনাল্ডো এবং লেওয়ান্ডোস্কিরা পেয়েছেন। সেই পুরস্কার এখনো অধরা এই আর্জেন্টাইন তারকার। গোল্ডেন ফুট পুরস্কার কখনো জেতেননি তিনি।

গত রবিবার ১৮ ডিসেম্বর লুসাইল স্টেডিয়ামে এই বছর বিশ্বকাপে ফাইনাল ম্যাচে ফ্রান্সকে পরাজিত করে তৃতীয়বারের মত বিশ্ব চ্যাম্পিয়ন হয় আলবিসেলেস্তেরা। মেসির ১৮ বছরের এক অধরা স্বপ্ন সত্যি হয় সেই রাতেই। বহুবার চেষ্টা করেও অবশেষে গিয়ে বিশ্বকাপ ছোঁয়া পায় মেসির হাতের। ৩৬ বছর পর আবার বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয় আর্জেন্টিনা। দেশে ফিরে নিজের সমর্থকদের সাথে জয় মেতে ওঠেন মেসিরা। কিন্তু এত কিছুর পরেও গোল্ডেন ফুট পুরস্কার জিতলেন না লিওনেল মেসি। সেই শিরোপা পেল এফসি বার্সেলোনা তারকা লেভানডোস্কি। এই মৌসুমে বার্সেলোনার হয়ে এখনো পর্যন্ত ১৯ টি গোল করেছেন। তাই তাকে এইবারের গোল্ডেন ফুট পুরস্কার দেওয়া হয়।

কিন্তু এই গোল্ডেন ফুট পুরস্কার টি কিসের? গত ২০ বছর ধরে দেওয়া হয় এ পুরস্কার। ফুটবল ইতিহাসের অতীতে অনেক তারকা খেলোয়াড়েরা এই পুরস্কার জিতেছেন। কিন্তু এই পুরস্কার জেতার জন্য বিশেষ কিছু বয়সের নিয়মাবলী রয়েছে আ২৮ বছরের উর্ধ্বের খেলোয়াড়রাই জিততে পারবেন গোল্ডেন ফুট পুরস্কার। কিন্তু মেসির বয়স এখন ৩৫। গত সাত বছরেও এই পুরস্কারটি জেতার সৌভাগ্য হয়নি তার ।

৩৪ বছর বয়সী এফসি বার্সেলোনার তারকা লেওয়ান্ডোস্কি এখনো পর্যন্ত সব মিলিয়ে ফুটবল ক্যারিয়ার ৫৮৭ টি গোল করেছেন। গোল্ডেন ফুট পুরস্কার জিতে তিনি বলেন, ” এই পুরস্কারটি জিতে প্রচন্ড গর্ব হচ্ছে। আমি জানি কতটা পরিশ্রম করেছি আমি এটা পাওয়ার জন্যে। অতীতে যারা এই পুরস্কারটি জিতেছে তাদের নামের তালিকা দেখলে সত্যিই গর্ব হয়।”

পরের বছর এই পুরষ্কার জেতার তালিকায় শীর্ষে রয়েছে লিওনেল মেসির নাম। আশা করা হচ্ছে পরের বছরও পিএসজির হয়ে খেলবেন এই তারকা। ক্লাব এবং দেশের হয়ে দুর্দান্ত ছন্দ রয়েছেন তিনি। এখন শুধু বাকি গোল্ডেন ফুট পুরস্কারটি পাওয়ার।