পশ্চিমবঙ্গ ডিজিটাল ডেস্কঃ জল্পনা ছিল কে হবেন বর্তমানে রাজ্যের তৃণমূল কংগ্রেসের বিরোধী দলনেতা। সমস্ত জল্পনা উড়িয়ে অবশেষে রাজ্যের বিজেপির তরফে বিরোধী দল নেতা হলেন শুভেন্দু অধিকারী। নন্দীগ্রাম কেন্দ্র থেকে মমতা ব্যানার্জির বিরুদ্ধে ভোটে দাড়িয়ে জয়লাভ করেছেন শুভেন্দু অধিকারী।
আজই মমতা সরকারের সমস্ত মন্ত্রী সভার সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। সকাল ১১ টায় রাজ ভবনে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের আজ তৃতীয় দফা মন্ত্রী সভা গঠন হল। এমত অবস্থায় স্বভাবতই প্রশ্ন উঠে আসে যে, তবে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিপরীতে মুখ কে হবে ?
সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে দলীয় বিধায়কদের সহমতে কলকাতার হেসটিংসে পরিষদীয় দলের বৈঠকেই এই মতামত গ্রহণ করে গেরুয়া শিবির। বর্তমানে দলের নতুন মুখ এবং পুরনো মুখ নিয়ে যাতে কোনও বিবাদ না হয় সেদিকে নজর ছিল বিজেপি সংগঠনের।
সকলের উপস্থিতিতে এবং সকলের মতামত নিয়েই শুভেন্দু অধিকারিকে করা হয় বিজেপির তরফে বিরোধী দলনেতা। উক্ত বৈঠকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আইন মন্ত্রী তথা বিজেপির রবিশঙ্কর প্রসাদ এবং দলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক ভুপেন্দ্র যাদব। এছাড়াও এই বৈঠকে ডাক পড়ে দলের নব নির্বাচিত ৭৭ জন বিধায়ক এবং শীর্ষ নেতাদের।
বর্তমানে রাজ্যের প্রধান বিরোধী দলনেতা হিসেবে শুভেন্দু অধিকারী বলেন যে, “বৈঠক হল। আমার নাম ঘোষণা হল। হাততালি পড়লো। কিন্তু মন ভালো নেই। কারণ বাংলা ভালো নেই। দল যে দায়িত্ব দিয়েছে তা পালন করব। আমার তিনটে লক্ষ্য, হিংসা মুক্ত বাংলা, যে কোনও অন্যায় হলে সাংবিধানিক রীতিনীতি মেনে প্রতিবাদ করা এবং যে কোনও ধরণের গঠনমূলক কাজ।”