পশ্চিমবঙ্গ ডিজিটাল ডেস্কঃ শেষ পর্যন্ত দেশে বাইক উৎপাদন বন্ধ করতে চলেছে হণ্ডা। দেশের মোট চারটি রাজ্যে বন্ধ করে দেওয়া হচ্ছে হণ্ডার কারখানা। ভারতের রাজস্থান, হরিয়ানা, কর্ণাটক এবং গুজরাতে বন্ধ হয়ে যাচ্ছে হণ্ডার কারখানা। এই কারখানা গুলি বন্ধ হতে চলেছে আগামী ১লা মে থেকে।
বর্তমানে সারা দেশে করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ একেবারে মরাত্মক রূপ নিয়েছে। এমত অবস্থায় এই বেলাগাম করোনা ভাইরাসকে ঠেকাতে সব রকম পন্থা গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে সকলে। সারা দেশে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা নজির বিহীন ভাবে বেড়েই চলেছে। এর ফলে কোনও কোনও রাজ্যে যেমন জারি হয়েছে জনতা কার্ফু আবার কোনও কোনও রাজ্যে ডাকা হয়েছে লক ডাউন।
এমত অবস্থায় স্বাভাবিক ভাবেই ক্ষতির মুখে পড়েছে দেশের প্রচুর ব্যবসা এবং ব্যাবসায়ী। ক্ষতির মুখ দেখছে দেশের বিভিন্ন গাড়ী এবং বাইক প্রস্তুত কারক সংস্থাগুলি। এই ক্ষতির হাত থেকে বাচতেই এই সিদ্ধান্ত নিয়েছে দেশের জনপ্রিয় বাইক প্রস্তুত কারক সংস্থা হণ্ডা। আগামী ১ লা মে থেকে ১৫ ই মে পর্যন্ত আপাতত দেশের চারটি বড় শহরে নিজেদের কারখানা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে হণ্ডা।
যদিও এর আগেও ২০২০ সালে দীর্ঘ সময় লক ডাউনের জেরে বন্ধ হয়ে গেছিল সমস্ত বাইক এবং গাড়ি প্রস্তুতকারক সংস্থাগুলি। কিন্তু সেই ক্ষতি পূরণ হবার আগেই ফের করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ আছড়ে পড়েছে দেশে। তবে বর্তমানে গতবারের মত ক্ষতি এড়াতে সাময়িক ভাবে কারখানা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে দেশের সবচেয়ে বড় বাইক প্রস্তুতকারক সংস্থা হণ্ডা।