পশ্চিমবঙ্গ ডিজিটাল ডেস্কঃ শেষ পর্যন্ত রাজ্যে হতে চলেছে সম্পূর্ণ লকডাউন। করোনা সংক্রমণ ঠেকাতে এবং করোনা ভাইরাসের চেন ভাঙতে রাজ্য সরকার রাজ্য জুড়ে সম্পূর্ণ লকডাউন করতে চলেছে। আগামীকাল অর্থাৎ রবিবার থেকে আগামী ১৫ দিন হতে চলেছে সম্পূর্ণ লক ডাউন।
করোনা অতিমারির জেরে সারা দেশের অবস্থা কার্যত নাজেহাল। এমত অবস্থায় প্রতিদিন লাফিয়ে বাড়ছে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা। সাথে সাথে দেশ জুড়ে দেখা দিচ্ছে অক্সিজেনের অভাব এবং তার সাথে আরও সমস্যা তৈরি করেছে ভ্যাক্সিনের অভাব। করোনা ভাইরাসের চেন ভাঙ্গার জন্য যেটা সবচেয়ে প্রয়োজন সেটা হল মানুষের মধ্যে দুরত্ব বাড়ানো।
এবার সেই দুরুত্ব বাড়ানোর জন্য এবং করোনা ভাইরাসের চেন ভাঙ্গার জন্য এবারে সেই সোশ্যাল ডিসটেন্সকেই পথ হিসেবে বেছে নিল পশ্চিমবঙ্গ সরকার। করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ আটকানোর জন্য প্রথম থেকেই সরকার সমস্ত সাধারণ মানুষকে সচেতন হতে নির্দেশ দিয়েছিল।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বার বার করে সকলের কাছে আবেদন রেখেছিলেন যে, সাধারণ মানুষ যাতে নিজেরা সচেতন হয়, যেন সমস্ত প্রোটোকল মেনে চলে যাতে রাজ্যে সম্পূর্ণ লক ডাউন করতে না হয়। লকডাউন করলে করোনা ভাইরাসের চেন ভাঙ্গা যাবে ঠিকই কিন্তু অসংখ্য মানুষের জীবিকা সংকটে পরে যায়।
গত বছর, প্রায় ১ বছর ধরে করোনা ভাইরাসের জন্য সারা দেশ জুড়ে লকডাউন চলছিল। এই বছর করোনা ভাইরাসের প্রজাতি আরও ভয়ঙ্কর। সুতরাং এই করোনা ভাইরাস রোধের জন্য সবচেয়ে প্রয়োজন এখন লকডাউন এর পথে হাঁটা বলে জানিয়েছেন রাজ্যের মুখ্য সচিব আলাপন বন্দ্যোপাধ্যায়।
এই ১৫ দিনের লক ডাউনে যেমন বন্ধ থাকবে সমস্ত সরকারি এবং বেসরকারি অফিস তেমনই বন্ধ থাকবে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান। এর সাথে বন্ধ থাকবে সমস্ত গণ পরিষেবা। আজ শনিবার নবান্নে জরুরী বৈঠকের পর এই সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার।