one nation one charger, narendra modi, এক দেশ এক চার্জিং পয়েন্ট
কমবে ভোগান্তি ! মোবাইল ফোন থেকে ল্যাপটপ সবকিছুতে থাকতে হবে একই চার্জিং পয়েন্ট | ছবি - সংগৃহীত

পশ্চিমবঙ্গ ডিজিটাল ডেস্কঃ- “এক দেশ এক রেশন কার্ড” এর পর এবার “এক দেশ এক চার্জার” নিয়ে আসতে চলেছে মোদি সরকার। ভারতের সমস্ত ইলেকট্রনিক ডিভাইসের একই চার্জিং পয়েন্ট রাখতে হবে এমনই ঘোষণা করেছে মোদি সরকার।সাধারণ মনুষের ভোগান্তি কমাতে সমস্ত ইলেকট্রনিক ডিভাইস একই ধরনের চার্জিং পয়েন্ট রাখতে হবে তবেই ভারতীয় বাজারে তারা ইলেকট্রনিক্স রপ্তানি করতে পারবে এমনটাই নিয়ম আনতে চলেছে কেন্দ্র সরকার।

তবে এক দেশ এক চার্জারের প্রতি যদি সাওয়াল করা হয় তাহলে বলে রাখি, বর্তমানে প্রযুক্তি অনেকটাই এগিয়ে গিয়েছে। হাতের মুঠোয় এসে গিয়েছে অ্যান্ড্রয়েড ফোন যা্‌ সকাল থেকে রাত পর্যন্ত মানুষের প্রায় অনেক ধরনের কাজ সহজেই করে দিতে পারে। তবে যখন সবকিছুতেই ডিজিটাল, তবে ডিজিটালে কেন বিভ্রান্তি থাকবে।

বর্তমান সময়ে আমরা সকলেই স্মার্টফোন ব্যবহার করে থাকি কিন্তু সকলেই স্মার্টফোন ব্যবহার করলেও সবার চার্জার কিন্তু একই নয়। যার কারনে এক জায়গা থেকে অন্য কোন স্থানে গেলে মোবাইল চার্জ দিতে গিয়ে বিভ্রান্তিতে পড়তে হয় স্মার্টফোন ইউজারদের। এবার সে কথা মাথায় রেখেই এক দেশ এক চার্জার চালু করতে চলেছে মোদি সরকার।

গত বুধবার কেন্দ্রের উপভোক্তা বিষয়ক মন্ত্রকের বৈঠকে বসে ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ওই বৈঠকই এমন উদ্যোগ নেওয়া হয় বলে জানাগিয়েছে। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কথা অনুযায়ী, বর্তমানে দেশে বিভিন্ন কোম্পানি বিভিন্ন রকম মডেলের স্মার্টফোন, ট্যাব ও ল্যাপটপ তৈরি করছে এবং সে গুলির চার্জার বিভিন্ন রকমের হয়ে থাকে।

কিন্তু এবার থেকে কোম্পানীগুলি যে নতুন ফোন, ট্যাব ও ল্যাপটপ তৈরি করবে, তাদের সকলেরই চার্জ পয়েন্ট যেন একই রকম হয়। পাওয়ার ব্যাংক থেকে শুরু করে যা কিছুই ইলেকট্রিক জিনিস বাজারে আমদানি করা হবে সেই সকল জিনিসের চার্জার পয়েন্ট একই হতে হবে। তবে টাইপ সি চার্জার হতে হবে বলে জানানো হয়েছে কেন্দ্র সরকারের তরফ থেকে।

এছাড়াও ওই বৈঠকে আরও জানানো হয়েছে, বাইরের দেশ থেকে যেসকল ইলেকট্রিক ডিভাইস ভারতে আমদানি করা হবে সেই সকল জিনিস গুলির চার্জিং পয়েন্ট এবং চার্জার অ্যাডাপ্টার type-c হতে হবে। টাইপ সি চার্জার ও অ্যাডাপ্টার এর দিকে নজর রেখে বাজারে নতুন পণ্য আমদানি ও রপ্তানির বিষয়ে নজর দেওয়ার কথা বলেছেন প্রধানমন্ত্রী। তার কথায়, বর্তমানে স্মার্টফোন ও ল্যাপটপ মানুষের দৈনন্দিন জীবনের একটি অঙ্গ হয়ে দাঁড়িয়েছে। এই সময় দাঁড়িয়ে সকল স্মার্টফোন ও ল্যাপটপের চার্জার যদি একই করা হয় তাহলে চার্জারের ঝামেলা থেকে অনেকটাই মুক্তি পাবেন সাধারণ মানুষ। পাসাপাশি সমস্যা ছাড়াই বিভিন্ন স্থানে গিয়ে বিভিন্ন চার্জার দিয়ে নিজের ডিভাইসটি চার্জ করতে পারবেন তারা।