পশ্চিমবঙ্গ ডিজিটাল ডেস্কঃ- রাজ্যে করোনার সংক্রমণের হার দ্রুতগতিতে বৃদ্ধি পাওয়ায় আজ দক্ষিণ ২৪ পরগনা জেলার প্রশাসনিক ভবন অর্থাৎ তৃণমূল সুপ্রিমো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নিজের লোকসভা কেন্দ্র, ডায়মন্ড হারবারে একটি জরুরী বৈঠক ডাকা হয়। বৈঠকে আগামী দুই মাস অর্থাৎ ফেব্রুয়ারির শেষ পর্যন্ত তৃণমূল সুপ্রিমো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সংসদীয় এলাকায় কোনো রাজনৈতিক বা ধর্মীয় সমাবেশ হবে না বলেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এই বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ উপস্থিত ছিলেন ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের ৭ বিধায়ক এবং দক্ষিণ ২৪ পরগনা জেলার জেলাশাসক। বৈঠক শেষে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাংবাদিকদের প্রশ্নের জবাব দিতে গিয়ে বলেন,” পৌরসভা নির্বাচন নিয়ে আদালতে মামলা চলছে। তার ফলে রাজ্য সরকার থেকে রাজ্যে নির্বাচন কমিশন আদালতের রায়ের দিকেই তাকিয়ে রয়েছে। কিন্তু যদি আমাকে ব্যক্তিগতভাবে প্রশ্ন করা হয়। তাহলে আমার মত আগামী দু’মাসের জন্য সবকিছু বন্ধ রাখা উচিত।”
করোনার পরিস্থিতিতে ভোট করা নিয়ে এর আগেই বার বার মুখ খুলেছেন বিরোধীরা। তবে আজ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্য করার পর আবার ভোট করা নিয়ে নতুন করে শাসক দলকে বিঁধলেন বিজেপি ও বাম নেতারা।
রাজ্য বিজেপির মুখ্য নেতৃত্ব দিলীপ ঘোষ এই বিষয়ে জানিয়েছেন, “যেভাবে সংক্রমণ বাড়ছে তাতে নির্বাচন বা মেলা করার মত পরিবেশ নেই। উনি যদি এমনটা মনে করেন, তাহলে ওনার দল কেন নির্বাচন কমিশনে যাচ্ছে না ? তিনি আরো বলেন যে, “যখন ভোট করা দরকার ছিল তখন করেননি, এখন কেন করছেন ?”
রাজ্যে দ্রুত গতিতে বেড়ে চলেছে করোনা সংক্রমনের বৃদ্ধির হার। এই পরিস্থিতিতে তৃণমূল সুপ্রিমো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এরকম মতামতের পর অনেকেই মনে করছেন যে রাজ্য সরকার যদি করোনা সংক্রমনের হার আটকাতে না পারে। তাহলে খুব শীগ্রই আরো কড়া বিধি নিষেধ প্রয়োগ করা হতে পারে রাজ্যে। এমনকি সংক্রমনের চেইন ভাঙ্গার জন্য জারি করা হতে পারে রাজ্য জুড়ে লকডাউন।