amit shah, bjp, EVM machines
ছবি - সংগৃহীত

পশ্চিমবঙ্গ ডেস্কঃ বঙ্গে বিধানসভা ভোট শুরু হওয়ার সাথে সাথেই আসামে ও বিধানসভা নির্বাচনী ভোট শুরু হয়েছে। গত ১ লা মার্চ বঙ্গের দ্বিতীয় দফার ভোট গ্রহণ হয় চারটি জেলায় ৩০ টি আসনে।

বঙ্গে দ্বিতীয় দফার ভোটের দিনই আসামেও বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ হয় ৩৯ টি আসনে। বিধানসভা ভোটকে কেন্দ্র করে উত্তেজনার পারদ ঊর্ধ্বমুখী। আসামে ভোট গ্রহণ শেষ হওয়ার পর বিজেপি নেতার গাড়িতে মিললো ইভিএম মেশিন। সেই ঘটনায় ইতিমধ্যেই চাঞ্চল্য ছড়িয়েছে গোটা দেশজুড়ে।

নেটদুনিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে, ভিডিওটিতে দেখা যাচ্ছে পাথর কান্দি বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী কৃষ্ণেন্দু পালের গাড়িতে করে নিয়ে যাওয়া হচ্ছে ইভিএম মেশিন। ভোট পর্ব অনুষ্ঠান শেষ হওয়ার কিছুক্ষণের মধ্যেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে সেই ভিডিও। নেট মাধ্যমে ভিডিওটি ভাইরাল হওয়ার পর ছাপ্পা ভোটের অভিযোগ ওঠে বিজেপির বিরুদ্ধে।

আসামের ওই ঘটনায় বিরোধী দলের নেতারা নিন্দা প্রকাশ করেছে। এছাড়াও কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী ও রাহুল গান্ধী বিজেপি কর্মীর গাড়িতে ইভিএম মেশিন পাওয়ায় নিন্দা প্রকাশ করেছেন। আসামের ওই ঘটনায় প্রিয়াঙ্কা গান্ধী ট্যুইট করে জানিয়েছেন, “ভোটের সময় যখনই কোন প্রাইভেট গাড়িতে ইভিএম মেশিন নিয়ে যাওয়ার ছবি ধরা পড়ে আশ্চর্যজনক ভাবে। প্রতিবারই তাতে কিছু সাদৃশ্য পাওয়া যায়। ওই গাড়ি গুলি কোনও না কোনও বিজেপি প্রার্থী হয়। ভিডিওগুলি বিচ্ছিন্ন ঘটনা বলে উড়িয়ে দেওয়া হয়। এ ধরনের ঘটায় কিছুই পদক্ষেপ করা হয় না”।

এই ঘটনাকে কেন্দ্র করে দেশের প্রধানমন্ত্রী নারেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী আমিত শাহকে প্রশ্ন করা হয়। এই ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়েছেন, আমি পুরো ঘটনাটা জানিনা। তবে আসামের এই ঘটনাটি যদি সত্যি হয়ে থাকে। তাহলে নির্বাচন কমিশনের পক্ষ থেকে অবশ্যই ব্যবস্থা নেওয়া উচিত। এমনটাই জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।