পশ্চিমবঙ্গ ডিজিটাল ডেস্কঃ সেলিব্রেটিরা তাদের ব্যক্তিগত জীবন নিয়ে সর্বক্ষণই খবরের শিরোনামে থাকে। বড় বড় সেলিব্রেটিরা জড়ান একাধিক প্রেম এমনকি একাধিক বিবাহ বন্ধনেও। তেমনই বিখ্যাত গায়ক হিমেশ রেশমিয়ার জীবনে স্ত্রী হিসেবে সুন্দরী অভিনেত্রী সোনিয়া কাপুরের পূর্বে ছিল অন্য এক বিবাহের কাহিনি।
হিমেশ রেশমিয়া বলিউড জগতের এক অতি পরিচিত নাম। গান দিয়ে যাত্রা শুরু হলেও অভিনয়েও বেশ শক্ত জমি দখল করেন তিনি। ১৯৯৫ সালে তার বিয়ে হয় কোমল নামক এক নারীর সাথে। কিন্তু দীর্ঘ ২২ বছর একসাথে কাটানোর পর অবশেষে তারা বিবাহ বিচ্ছেদের সিদ্ধান্ত নেন। ২০১৭ সালে বোম্বে হাইকোর্টে সকলের সম্মতিতে বিচ্ছেদ হয়।
বিচ্ছেদের পর তিনি সম্পূর্ণ তার ক্যারিয়ার নিয়েই মজে ছিলেন। একের পর এক সুপারহিট গান, স্বরচিত গানের অ্যালবাম এবং অভিনয় দিয়ে মাতিয়ে রেখেছিলেন বলিউড ইন্ডাস্ট্রিকে। প্রথম বিয়ের শুরুতে তার প্রথম স্ত্রী কোমলের সঙ্গে সম্পর্ক বেশ ভালোই ছিল। হঠাৎই ২০০৬ সাল থেকে সম্পর্কে ফাটল ধরতে শুরু হয় এবং তার মূল কারণ তার স্ত্রী কোমলেরই এক বান্ধবী।
কোমলের এই বান্ধবীর নাম সোনিয়া, যিনি একজন অভিনেত্রী এবং হিমেশের বর্তমান স্ত্রী। প্রথম বিয়ের মধ্যে থাকাকালীনই সোনিয়া এবং হিমেশ মেলামেশা করতে শুরু করেন। একে অপরের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে এবং তারা প্রায় একসাথে থাকা শুরু করেন। তাদের প্রথম বিবাহ বিচ্ছেদের কারণ বড় না করতে গিয়ে হিমেশ রেশমিয়া বলেন যে, তাদের মনের মিলন হচ্ছিল না। তবে এর পিছনে সোনিয়ার হাত আছে কিনা সেটি স্পষ্ট করেননি।