নির্মলা সীতারমণ, মমতা বন্দ্যোপাধ্যায়, করোনা টীকা, কর ছাড়, করোনা ভ্যাক্সিন,
ছবি - সংগৃহীত

পশ্চিমবঙ্গ ডিজিটাল ডেস্কঃ রাজ্যে ক্রমশ ভয়ঙ্কর হচ্ছে করোনা পরিস্থিতি। এমত অবস্থায় অক্সিজেন, বেড নিয়ে যেমন চারিদিকে হচ্ছে হাহাকার, তেমনই ভ্যাক্সিন নিয়েও কেন্দ্র রাজ্য তর্জা সাংঘাতিক পর্যায় পৌঁছেছে। মমতা বন্দ্যোপাধ্যায় কোভিড সরঞ্জাম, টীকা এবং ওষুধে করের ওপর ছাড় দেওয়ার আবেদন জানালে অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ ১৬ টি টুইট এর মাধ্যমে মুখ্যমন্ত্রীকে বিস্তারিতভাবে জানান তাঁর বক্তব্য।

নির্মলা সীতারমণ জানান যে, বর্তমানে কোভিড পরিস্থিতির দিকে নজর রেখেই কেন্দ্র সরকার বহু জিনিসের ওপর থেকে তুলে নিয়েছে আমদানি শুল্ক, এমনকি তুলে নেওয়া হয়েছে স্বাস্থ্যের ওপর কর। ছাড় দেওয়া হয়েছে জিএসটিতে। এছাড়াও টীকার ওপর ৫ শতাংশ এবং ওষুধের ওপর ১২ শতাংশ কর ছাড় দেওয়া হয়েছে।

এছাড়াও অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ জানান যে, বিনামূল্যে সরবরাহ করা দ্রব্য গুলির ওপর থেকেও তুলে নেওয়া হয়েছে কর। তিনি আরও জানান যে, অক্সিজেন এবং রেমিডিসিভির ওষুধ বিনামূল্যে এনে বিনামুল্যেই বিতরণ করা যাবে। এই দুটি জিনিসের ওপর কর ছাড় দেওয়া হয়েছে। কিন্ত করোনা টীকা এবং সরঞ্জামের ক্ষেত্রে কোনও ভাবেই ছাড় দেওয়া সম্ভব নয় বলে জানিয়েছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ।

নির্মলা সীতারমণ জানান যে, টীকা এবং সরঞ্জাম থেকে পাওয়া জিএসটিতে সবচেয়ে বেশী লাভ হয় কেন্দ্রের। কিন্তু এই ক্ষেত্রে কেন্দ্রের থেকে লাভ বেশী হবে রাজ্যের। তিনি স্পষ্ট করে বলেন যে, ১০০ টাকায় ৭০ টাকা ৫০ পয়সা পাবে রাজ্য এবং বাকি টাকা যাবে কেন্দ্রের কাছে।

অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ স্পষ্ট করে জানান যে, এই কর যদি তুলে নেওয়া হয় তবে সবচেয়ে বেশী ক্ষতিগ্রস্থ হবে সাধারণ মানুষ। না হলে সাধারণ মানুষকে বেশী দামে কিনতে হবে করোনা ভ্যাক্সিন জানান নির্মলা সীতারমণ।