পশ্চিমবঙ্গ ডিজিটাল ডেস্কঃ- বহুদিন বাদে রাজ্যে হতে চলেছে টিচার্স এলিজিবিলিটি টেস্ট (টেট) পরীক্ষা। পর্ষদের পক্ষ থেকে আগামী রবিবার ১১ই ডিসেম্বর এই পরীক্ষার দিন ধার্য করা হয়েছে। গোটা রাজ্য জুড়ে প্রায় ৬.৯ লক্ষ পরীক্ষার্থী এদিন টেট পরীক্ষায় বসবেন। আগামীকাল, রবিবার দুপুর ১২ টা থেকে ২:৩০ টা পর্যন্ত চলবে এই পরীক্ষা। কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফ থেকে জানানো হয়েছে যে পরীক্ষার্থীদের, পরীক্ষা শুরুর অন্তত দু’ঘণ্টা আগে পরীক্ষা কেন্দ্রে রিপোর্ট করতে হবে। তাই আগামী রবিবার সকাল সকাল রাজ্য জুড়ে কয়েক লক্ষ পরীক্ষার্থী রাস্তায় বেরিয়ে এলে, অসম্ভব এক যানজটের সম্মুখীন হতে পারে রাজ্য। সেই সাথে এত পরীক্ষার্থীর সময় মত পরীক্ষা কেন্দ্রে পৌঁছতে পারার জন্য দরকার হবে পর্যাপ্ত পরিমাণের যানবাহনের।
সেই কারণে পরীক্ষার্থীদের বিশেষ সুবিধার্থে আগামীকাল অতিরিক্ত ট্রেন, বাস ও মেট্রোর চালানোর ব্যবস্থা করা হয়েছে। সূত্র অনুযায়ী জানা যাচ্ছে, আগামীকাল টেট পরীক্ষার জন্য এনবিএসটিসি এবং এস বি এস টি সি অতিরিক্ত ২২০ টি বাস রাস্তায় নামাচ্ছে। এছাড়াও বেসরকারি বাস মালিকেরা গতকালের বৈঠকে তারাও সাধারণ বাস চলাচলের বিষয়ে একমত হয়েছেন। সেই সাথে বড় এবং দীর্ঘ রুটের বাস চলাচলের ক্ষেত্রে সময়েরও কিছু পরিবর্তন করা হয়েছে।
সিটি সাব-আরবান বাস সার্ভিস সুত্রে খবর, তাদের তরফ থেকে স্বাভাবিক পরিষেবা দেওয়ার জন্য পরিবহন মন্ত্রীর কাছে আবেদন করা হয়েছে। আগামী কাল অফিস টাইমে স্বাভাবিক নিয়ম মেনেই বাস চলবে। যদিও আগামীকাল রবিবার থাকায় অফিস যাত্রীর চাপ সকালের দিকে কমই থাকবে। সেই সাথে তাদের পক্ষ থেকে পুলিশের কাছেও অনুরোধ জানানো হয়েছে যে, পরীক্ষা কেন্দ্রের কাছাকাছি পরীক্ষার্থীদের নামতে সাহায্য করার সময় যেন পুলিশের পক্ষ থেকে কোন জরিমানা না করা হয়।
মেট্রোরেল কর্তৃপক্ষ জানিয়েছে রবিবার টেট পরীক্ষাকে মাথায় রেখে অতিরিক্ত আরও 8 টি রেল পরিষেবা চালু করবে। অতিরিক্ত রেল পরিষেবাগুলির মধ্যে থাকছে রবিবার সকালে স্বাভাবিক ১৫ মিনিট অন্তর মেট্রো পরিষেবা না রেখে তা ৭ মিনিট অন্তর চালানো হবে। বিকেলের দিকে স্বাভাবিক সময়সূচী মেনে ১৫ মিনিট অন্তর ট্রেন পরিষেবা পরিবর্তিত করে ১০ মিনিট অন্তর করা হবে।
এছাড়া পরীক্ষার্থীদের সুবিধার জন্য রবিবার দক্ষিণ-পূর্ব রেল জানিয়েছে, তারা সমস্ত ট্রেন পরিষেবা অব্যাহত রাখবে। সাধারণত রবিবার ও অন্যান্য জাতীয় ছুটির দিনে কিছু ট্রেন পরিষেবা বন্ধ রাখা হয়। কিন্তু রেলের পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে এদিন সপ্তাহান্তেও একই রকম ট্রেন পরিষেবা দেওয়া হবে। খড়গপুর ও আদ্রা ডিভিশনের তরফে কিছু বিশেষ ট্রেন চালানোর কথা ঘোষণা করা হয়েছে। পূর্ব রেল জানিয়েছে তারা আগামী রবিবার শিয়ালদা ডিভিশন থেকে ১৬ জোড়া অতিরিক্ত বিশেষ ট্রেন চালাবে।