পশ্চিমবঙ্গ ডিজিটাল ডেস্কঃ দীর্ঘ সময় ধরে একাই জীবন কাটাচ্ছিলেন ২৮ বছর বয়সী পুত্রবধূ, তাই গোপনে তার সাথে বিয়ে সেরে ফেললেন ৭০ বছর বয়সী শ্বশুরমশাই। ছেলের মৃত্যুর পরে আবারো বিয়ে দেওয়া হয়েছিল বৌমার, কিন্তু সেই সংসার স্থায়ী হয়নি। ফিরে এসেছিল সেই পুরনো শ্বশুরবাড়িতে। অবশেষে শ্বশুরমশাইয়ের এই চরম পদক্ষেপ।
ঘটনাটি উত্তরপ্রদেশের গোরক্ষপুরের ছাপিয়া উমারো গ্রামের। কৈলাস যাদবের বয়স ৭০ বছর, পেশায় তিনি বরহালগঞ্জ থানার চৌকিদার। তার পুত্রের মৃত্যু হয়েছে অনেক বছর আগেই। তার আগেই মারা গেছেন তার স্ত্রী। একেবারে কম বয়সী বৌমার জীবন কিভাবে কাটবে সেই নিয়েই ভাবনায় ছিলেন কৈলাস যাদব। অনেক বুঝিয়ে দ্বিতীয় বার বিয়েও দেন তাকে। কিন্তু সেই বিয়েও শেষ পর্যন্ত টেকেনি।
শেষ পর্যন্ত পুরনো শ্বশুরবাড়িকে নিজের ঠিকানা হিসেবে বেছে নেয় পূজা। তারপরই কাউকে কিছু না জানিয়ে গোপনে তার বৌমাকে বিয়ে করেন ৭০ বছর বয়সী কৈলাস যাদব। সোশ্যাল মিডিয়াতে সেই বিয়ের ছবি সম্প্রতি ভাইরাল হয়েছে। তারপরেই এই ঘটনা বিস্তারিতভাবে জানা গিয়েছে।
পূজার শ্বশুরমশাই ওরফে তার বর্তমান স্বামী তার থেকে বয়সে ৪২ বছরের বড়, অবশ্য এতে তার কোন অভিযোগ নেই। দুই পক্ষের সম্মতিতে এই বিয়ে সম্পন্ন হয়েছে বলে জানা গিয়েছে। বরহালগঞ্জ থানার আধিকারিক জে এম শুক্লা বলেছেন যে, সোশ্যাল মিডিয়াতে তিনিও এই ছবিটি দেখেছেন এবং বিষয়টি সম্পর্কে অবশ্যই খোঁজ করবেন। তবে যেহেতু দুই পক্ষের সম্মতিতেই বিবাহ হয়েছে তাই কারোর পক্ষেই কোন অভিযোগ নেই বলে জানা গিয়েছে।