pakistan, Karachi, food crisis in pakistan, পাকিস্তান, করাচি, অনাহারের শিকার পাকিস্তান
চরম আর্থিক অনটন এবং অনাহারের শিকার পাকিস্তান! করাচিতে বিনামূল্যে রেশন নিতে গিয়ে পদোপৃষ্ট হয়ে মৃত ১১

পশ্চিমবঙ্গ ডিজিটাল ডেস্কঃ পাকিস্তানে দারিদ্রতা এবং দ্রব্যমূল্যের কারণে সাধারণ মানুষ নানান প্রতিকূলতার মাঝে জীবন অতিবাহিত করে চলেছে। এর মাঝেই জানা গিয়েছে, রেশন নিতে গিয়ে পদপৃষ্ঠ হয়ে মৃত্যু হয়েছে ১১ জনের। পাকিস্তানে খাদ্যের হাহাকার, অনাহার এবং আর্থিক অনটনের ছবি উঠে আসছে প্রায় প্রতিদিন।

ঘটনাটি ঘটেছে দক্ষিণ পাকিস্তানের করাচির সিন্ধ ইন্ডাস্ট্রিয়াল ট্রেডিং এস্টেট এলাকায়। সূত্রের খবর, পাকিস্তানে খাবারের অনটনের কারণে সেখানকার একটি ফ্যাক্টরি বিনামূল্যে রেশন বিতরণের জন্য উদ্যোগ নিয়েছিল। আর সেখানেই ঘটে যায় এই মর্মান্তিক ঘটনা। বিনামূল্যে রেশন পাওয়ার আশায় অগণিত জনগণ সেখানে ভিড় করে।

বিনামূল্যে রেশন পাওয়ার আশায় সেখানকার সাধারণ মানুষ ধাক্কাধাক্কি এবং হুড়োহুড়ি করার কারণে অস্বাভাবিক পরিস্থিতির সৃষ্টি হয়। সেখানে থাকা একাধিক মহিলা এবং শিশু রাস্তায় পড়ে যায়। এরপর তাদের উপর দিয়েপাড়া দিয়ে চলে যায় একাধিক মানুষ। এইভাবে পদপৃষ্ঠ হয়ে মারা গিয়েছেন ১১ জন। সূত্রের খবর, মৃতের মধ্যে ৮ জন মহিলা এবং ৩ জন শিশু। এছাড়াও একাধিক মানুষ আহত হয়েছে বলে জানা গিয়েছে।

ঘটনাস্থলে পরিস্থিতি সামাল দিতে উপস্থিত হয় পুলিশ বাহিনী। সেখানে ৭ জনকে গ্রেফতার করা হয়। পুলিশী সহায়তায় আহতদের সেখান থেকে বের করে সাথে সাথে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে এই ঘটনাই প্রথম নয়। পাকিস্তানে এর আগেও এই প্রকার ঘটনার শিকার হয়েছে সেখানকার মানুষ।

কিছুদিন আগেও পাঞ্জাবে বিনামূল্যে আটা দেওয়া হচ্ছিল। খাদ্যের হাহাকারের ফলে সেখানে জনগণ ভিড় জমায় এবং অস্বাভাবিক পরিস্থিতির সৃষ্টি হওয়ার ফলে পদপৃষ্ঠ হয়ে মারা যায় একাধিক মানুষ। পাকিস্তানে অনাহারের কারণে গম ভর্তি ট্রাক লুট হয়ে যাওয়ার কথাও শোনা গিয়েছে। এছাড়াও শাহীওয়াল, মোজাফফরগড়, বাহাওয়ালপুর এবং ওকারাতে বিনামূল্যে রেশন নিতে গিয়ে অধিক সংখ্যক মানুষ ঠিক এই ভাবেই পদপৃষ্ঠ হয়ে আহত হয়।