পশ্চিমবঙ্গ ডেস্কঃ ভুয়ো ওয়েবসাইট তৈরি করে কো-ভ্যাকসিন সংক্রমনের বিরুদ্ধে টিকাকরণের প্রস্তাব দেওয়া হচ্ছে। ভুয়ো ওয়েবসাইটটি স্বাস্থ্যমন্ত্রীর কোভিড- ১৯ ড্যাশবোর্ডের ধাঁচেই তৈরি করা হয়েছে। ওই ভুয়ো ওয়েবসাইটে টিকা করনের জন্য চার হাজার থেকে ছয় হাজার টাকা দেওয়ার কথা উল্লেখ করেছে। এই ঘটনাটি শুক্রবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের নজরে আসে। ভুয়ো ওয়েবসাইটটি ব্যান করেছে স্বাস্থ্যমন্ত্রক।
ভারতে কো-ভ্যাকসিন টিকাকরণ নিয়ে সাধারণ মানুষ চিন্তিত। তারই মাঝে সাধারণ মানুষের কাছে কো-ভ্যাকসিন টিকাকরণের প্রস্তাব দেওয়া হচ্ছে ভুয়ো ওয়েবসাইট তৈরি করে। ভুয়ো ওয়েবসাইট থেকে তৈরি করা হচ্ছে ভুয়ো লিংক এটির মাধ্যমে ভ্যাকসিন এর জন্য আবেদন করতে বলা হচ্ছে।
বিষয়টি কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক এর নজরে আসে। সাধারণ মানুষের মধ্যে এই ধরনের বিভ্রান্তিকর বার্তা সম্প্রচারের জন্য মন্ত্রকের পক্ষ থেকে সাইটটি বন্ধ করে দেওয়া হয়। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী ভুয়ো ওয়েবসাইট এর বিরুদ্ধে তদন্ত করার নির্দেশ দেয়।
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী তার টুইটার অ্যাকাউন্টে টুইট করে জানিয়েছেন, “দয়া করে সতর্ক থাকুন এই ধরনের ওয়েবসাইটের উপর বিশ্বাস রাখবেন না”। এছাড়াও মন্ত্রকের পক্ষ থেকে জানা গিয়েছে, আরোগ্য সেতু এবং কো-উইন অ্যাপ ছাড়া অন্য কোন অ্যাপ তৈরি করেনি সরকার।
Appreciate @PIBFactCheck & @MoHFW_INDIA for their swift response to bust a fake website collecting money on pretext of registration for #COVID19Vaccination
Urge people to exercise abundant precaution & verify accuracy of info on various official channels of Govt communication https://t.co/eSaTC10ggR
— Dr Harsh Vardhan (@drharshvardhan) February 12, 2021
টিকাকরন পদ্ধতিকে কাজে লাগিয়ে প্রতারণামূলক কাজ কর্ম শুরু হয়েছে। বিশেষ করে টিকাকরণ রেজিস্ট্রেশন এর জন্য কোন ওয়েবসাইট বা অ্যাপ সরকার তৈরি করেনি। এমনই ভুয়ো ওয়েবসাইট থেকে দূরে থাকুন। জালিয়াতির জাল বিছিয়ে রেখেছে টিকাকরণের পদ্ধতি কে কাজে লাগিয়ে।