পশ্চিমবঙ্গ ডিজিটাল ডেস্কঃ চরম বিপদে পড়লেন স্বনামধন্য গায়ক কৈলাশ খের (Kailash Kher)। কর্ণাটকের বিজয়নগরে গান গাইতে গিয়ে আক্রমনের শিকার হলেন কিংবদন্তি গায়ক। তবে এখনো পর্যন্ত জানা যায়নি তিনি কতটা আঘাত পেয়েছেন। কিন্তু কেন ঘটলো এমন ঘটনা?
ভারতের লোকসংগীত জগতের জনপ্রিয় গায়ক হলেন কৈলাশ খের। তিনি প্রায় কুড়িটি ভাষায় গান গেয়েছেন। তার গলায় সুফি বরাবরই মন জয় করেছে দর্শকদের। তবে কর্ণাটকের এই অনুষ্ঠানে আসার আগে উত্তরপ্রদেশ দিবস উদযাপন অনুষ্ঠানে গিয়েছিলেন কৈলাশ খের। সেখানেও তাঁর সুফি গান মন জয় করেছে সকল দর্শকদের। সম্প্রতি কর্ণাটকের এই অনুষ্ঠানে চরম আঘাত পেলেন কিংবদন্তি কৈলাশ খের।
জানা গিয়েছে, কর্ণাটকের নতুন জেলা গঠনের পর ২৭শে জানুয়ারি সেখানে চলছিল হাম্পি উৎসব। আর সেই অনুষ্ঠানে ডাক পেয়েছিলেন কৈলাশ খের। শুধু কৈলাস নয়, এই অনুষ্ঠানে ডাক পেয়েছেন আরমান মালিক, রঘু দীক্ষিত, বিজয় প্রকাশ ও অন্যান্য শিল্পীরা। তবে সম্প্রতি উৎসবের প্রথম সাংস্কৃতিক অনুষ্ঠানে চরম বিপদের মুখে পড়লেন কৈলাশ খের। গানের শেষ মুহূর্তে এসে দর্শকমহল থেকে বোতল ছুঁড়ে মারা হয় কৈলাশকে। তবে সঙ্গে সঙ্গে তাঁর নিরাপত্তারক্ষীরা তাঁকে ধরে ফেলে। তবে এখনো পর্যন্ত জানা যায়নি তিনি কেমন আছেন। তবে এই ঘটনার সূত্রপাত সম্পর্কে জানা গিয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, কর্ণাটকের হাম্পি উৎসবে উপস্থিত সকল দর্শক চেয়েছিল কিংবদন্তি কৈলাশ খের কন্নড় ভাষায় গান করবেন। কিন্তু শেষ পর্যন্ত তাঁর অনুষ্ঠানে শেষ মুহূর্তে এসে তাঁরা কৈলাশ খেরের থেকে কন্নড় ভাষায় গান শুনতে পায়নি। আর সেই রাগে দর্শকমহল থেকে বোতল ছুঁড়ে মারা হয় গায়ক কৈলাশ খেরকে। এই অনুষ্ঠানের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাই। তবে কৈলাশ খের কতটা আঘাত পেয়েছেন সে সম্পর্কে এখনো জানা যায়নি। তবে ইতিমধ্যে পুলিশ দুজন ব্যক্তিকে আটক করেছে। তবে কারা এই কাজ করেছে সেই নিয়ে তদন্ত চালাচ্ছে পুলিশ প্রশাসন।