পশ্চিমবঙ্গ ডিজিটাল ডেস্কঃ এ বছর গোটা শীতের মরসুম জুড়েই আবহাওয়ার উত্থান পতনের সাক্ষী বাংলাবাসী। ভারতের অন্যান্য রাজ্যে টানা শীতের ব্যাটিং চললেও পশ্চিমবঙ্গে ক্ষনে ক্ষনে নিম্নচাপ ও পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে টানা শীত কখনো দেখা যায়নি। তবে টানা শীত না পড়লেও ফেব্রুয়ারির মাঝ বরাবর এসে শীতের হাল্কা উপস্থিতির জানান দিচ্ছে। তবে আবহাওয়া দপ্তর জানিয়েছে, এবার বাংলা থেকে শীত এক প্রকার বিদায়ের পথে। দেখে নিন কেমন থাকবে আজকের (১৬ই ফেব্রুয়ারী ২০২৩) আবহাওয়া –
আজকের আবহাওয়া
দিনের সর্বোচ্চ তাপমাত্রাঃ ২৮.৬ ডিগ্রি সেলসিয়াস
দিনের সর্বনিম্ন তাপমাত্রাঃ ১৬.৩ ডিগ্রি সেলসিয়াস
বাতাসের গতিবেগঃ ১.৮ কিমি প্রতি ঘন্টা
বৃষ্টির সম্ভাবনাঃ নেই
দিনের সর্বোচ্চ জলীয়বাষ্পের পরিমাণঃ ৫৮ শতাংশ
দিনের সর্বনিম্ন জলীয়বাষ্পের পরিমাণঃ ৪২ শতাংশ
সূর্যোদয়ঃ ৬টা ০৮মিনিট
সূর্যাস্তঃ ৫টা ৩৪মিনিট
উত্তরবঙ্গের আবহাওয়া
উত্তরবঙ্গে আগামী ৩-৪ দিনের মধ্যে রাতের সর্বনিম্ন তাপমাত্রা ৩ ডিগ্রি সেলসিয়াস থেকে ৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পাবে। তার পরবর্তী দু’দিনে তাপমাত্রা একই জায়গায় বজায় থাকবে। এই মুহূর্তে উত্তরবঙ্গের কোথাও বৃষ্টির তেমন সম্ভাবনা নেই। তবে উত্তরবঙ্গের পার্বত্য অঞ্চলগুলিতে হালকা থেকে মাঝারি কুয়াশার পূর্বাভাস দেওয়া হয়েছে। তাপমাত্রা উত্তরোত্তর বৃদ্ধি পেলেও এখনই উত্তরবঙ্গে সহ্যসীমার বাইরে গরম পড়বে না। বরং উত্তরবঙ্গের শীত আরও বেশ কয়েকদিন স্থায়ী হবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। আজ উত্তরবঙ্গে তাপমাত্রা ১২ ডিগ্রি সেলসিয়াস থেকে ২৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
উত্তরবঙ্গের মতো দক্ষিণবঙ্গেও আগামী ৫ দিনে বৃষ্টির কোন সম্ভাবনা নেই। বৃষ্টির দেখা না মিললেও পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা এবং হাওড়া জেলার দুই এক জায়গায় ভোরের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশার দাপট দেখা যেতে পারে। এছাড়া আগামী ৩-৪ দিনের মধ্যে ধীরে ধীরে দক্ষিণবঙ্গের রাতের তাপমাত্রা ৩ ডিগ্রি থেকে ৫ ডিগ্রি পর্যন্ত পর্যন্ত বৃদ্ধি পাবে। তবে তার পরবর্তী ২ দিনে তাপমাত্রা একই জায়গায় স্থায়ী হবে। দিনের বেলায় কলকাতা শহরের উপর শীত ছিটে ফোটাও অনুভব হবে না। তবে কলকাতা শহরের থেকে দূরে বিশেষত পশ্চিমের জেলাগুলিতে রাতের দিকে ঠান্ডার অনুভূতি পাওয়া যাবে। এই মুহূর্তে দক্ষিণবঙ্গের তাপমাত্রা ১৬ ডিগ্রি সেলসিয়াস থেকে ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে।
আগামীকালের আবহাওয়া
আগামী ৩-৪ দিনের মধ্যে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ উভয় জায়গাতেই তাপমাত্রা ধীরে ধীরে বাড়তে শুরু করবে। এই মুহূর্তে গোটা বাংলার কোথাওই বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা না থাকলেও, জায়গায় জায়গায় বেশ পরিমাণে কুয়াশার প্রাদুর্ভাব দেখা যাবে।